এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূল শিবিরকে এবার বড়সড় হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর, চাঞ্চল্য রাজনৈতিক মহলে

তৃণমূল শিবিরকে এবার বড়সড় হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর, চাঞ্চল্য রাজনৈতিক মহলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – শুভেন্দু অধিকারী তৃণমূল থেকে গেরুয়া শিবিরের যাওয়ার পর থেকেই দেখা গেছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রায় প্রত্যেকদিনই নিয়ম করে আক্রমণ করেন। তমলুকের সভা থেকে প্রথম শুভেন্দু রীতিমতো কাগজ দেখিয়ে দুর্নীতির অভিযোগ করেন তৃণমূলের বিরুদ্ধে। এবার সেই শুভেন্দু অধিকারী আবারও হুঁশিয়ারি দিলেন এবং বললেন এবার তিনি কয়লা পাচার চক্রে জড়িত ফেরার লালার ডাইরি নিয়ে ময়দানে নামবেন। খুব স্বাভাবিকভাবেই শুভেন্দু অধিকারীর এই দাবি ঘিরে শুরু হয়ে গেছে রাজনৈতিক মহলে তীব্র জল্পনা।

এদিন হুগলির ডানলপের বিজেপির সভা থেকে তৃণমূলকে একের পর এক আক্রমণ করে গিয়েছেন শুভেন্দু। একাধারে যেমন তৃণমূলের নতুন স্লোগান নিয়ে করেছেন তীব্র কটাক্ষ, তেমনি অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুপ্রবেশকারীদের অন্যতম মাথা বলে দাবি করেছেন। পাশাপাশি শুভেন্দু জানিয়েছেন, এ রাজ্যে উন্নয়নের জন্য মানুষ বিজেপিকে চাইছে। এদিন শুভেন্দু অধিকারী স্বাস্থ্যসাথী কার্ড নিয়েও তীব্র কটাক্ষ করেন। শুভেন্দুর দাবি, স্বাস্থ্য সাথী কার্ড না দিয়ে বরং আধার কার্ডকে বেছে নেওয়া যেতে পারত। শুভেন্দুর অভিযোগ, রাজ্যে কৃষকরা এদিকে ধান বিক্রি করার জায়গা পাচ্ছেন না। অন্যদিকে রাজ্য সরকারের পক্ষ থেকে যে কর্মসূচি ঘিরে রাজ্যজুড়ে ব্যাপক জল্পনা দেখা দিয়েছে, সেটি হল দুয়ারে সরকার কর্মসূচি।

কিন্তু শুভেন্দু অধিকারী এই দুয়ারে সরকার কর্মসূচিকেও নিয়েও করলেন তীব্র কটাক্ষ। তিনি বিদ্রুপ করে বলেন, দুয়ারে কর্মসূচির বদলে শুরু হয়েছে দুয়ারে সিবিআই। এবং এই কথাটি শুভেন্দু অধিকারী যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানায় রেখেই বললেন, তা বুঝতে বাকি থাকে না কারোর। প্রসঙ্গত উল্লেখ্য, গতকাল শুভেন্দু অধিকারীর বাড়িতে সিবিআইয়ের নোটিশ গিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সিবিআইকে চ্যালেঞ্জ করে জানিয়েছেন, দোষী প্রমাণিত হলে তিনি নিজেই শাস্তি মেনে নেবেন। অন্যদিকে শুভেন্দু অধিকারীও বলেছেন, দেশের আইন অনুযায়ী বিচার হলে মানুষ সবটাই জানবে। প্রসঙ্গত, গরু ও কয়লা পাচার কাণ্ডে তদন্তে নেমেছে কেন্দ্রীয় 2 তদন্তকারী সংস্থা ইডি এবং সিবিআই।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তদন্তের তালিকায় উঠে এসেছে অনুপ মাঝি এবং বিনয় মিশ্রের মতন অভিযুক্তের নাম। লালা কিংবা বিনয় মিশ্র সিবিআইয়ের হাতে না এলেও তদন্তকারী সংস্থার হাতে এসেছে প্রায় 25 টি ডাইরি। জানা গিয়েছে, এগুলি লালা কাঁচা হিসেবের খাতা মেনে বিভিন্ন ব্যবসায়ীর কাছে রেখে গিয়েছে। এবং এই ডাইরিতে রয়েছে বলে জানা গেছে। ইসিএল-এর কর্তাদের নাম ছাড়াও এই ডাইরিতে রয়েছে প্রশাসনিক আধিকারিক এবং প্রভাবশালী রাজনৈতিক নেতাদের নাম। এবং এই ডায়েরি প্রসঙ্গ তুলেই শুভেন্দু অধিকারী বড়োসড়ো থেকে মন্তব্য করলেন আজ ডোমজুড়ের সভা থেকে। সূত্রের খবর, 2015 থেকে অনুপ মাঝি কাকে কত টাকা দিয়েছে, তাঁরও উল্লেখ আছে ওই ডায়েরিগুলিতে।

একুশের বিধানসভা নির্বাচন যত কাছে আসছে, ততই বঙ্গ রাজনীতিতে শুরু হয়েছে তোলপাড়। একদিকে যেখানে বিজেপি নেত্রী ধরা পড়েছেন মাদক কান্ডে, অন্যদিকে সেরকম তৃণমূলের হেভিওয়েট নেতার বাড়িতে পৌঁছে যাচ্ছে সিবিআই এর নোটিশ। পাশাপাশি তৃণমূল এবং বিজেপির নেতাদের মধ্যে আইনি নোটিশ দেওয়া নেওয়ার ঘটনা তো আকছাড় ঘটছে। এই অবস্থায় একুশের বিধানসভা নির্বাচন যে অনেক বেশি স্পর্শকাতর হয়ে উঠতে চলেছে, সে ব্যাপারে একমত রাজনৈতিক বিশ্লেষকরা।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!