এখন পড়ছেন
হোম > জাতীয় > এবার কি করোনায় মৃতদেহের ওপর চলবে গবেষণা? এইমসের পদক্ষেপে বাড়ছে তীব্র জল্পনা!

এবার কি করোনায় মৃতদেহের ওপর চলবে গবেষণা? এইমসের পদক্ষেপে বাড়ছে তীব্র জল্পনা!


যত দিন যাচ্ছে, ততই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এক সময় পরিস্থিতি স্বাভাবিক থাকলেও, এখন বেগতিক হয়ে যাচ্ছে পরিস্থিতি। কিন্তু এবার করোনা ভাইরাসের সমস্ত কিছু খতিয়ে দেখতে করোনায় মৃত ব্যক্তিদের দেহ কাটাছেঁড়া করতে চায় দিল্লির এইমস। সাথে সাথে এই ব্যাপারে গবেষণা করতে চায় তারা। যেখানে দুটি প্রশ্ন তাদের মনে ঘোরাফেরা করছে। প্রথম প্রশ্ন, করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তির দেহে ভাইরাসের আয়ু কত দিন থাকে এবং দ্বিতীয় প্রশ্ন, এই ভয়াবহ ভাইরাসটি কিভাবে এবং কোন কোন অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত করে তোলে!

এছাড়াও অঙ্গ-প্রত্যঙ্গ বিকল করার ক্ষেত্রে ভাইরাসটিকে কতটা দায়ী করা যেতে পারে এবং কোভিড শ্বাসযন্ত্রের ইনফেকশন কিভাবে বৃদ্ধি করে, এই ব্যাপারে তথ্য নিতে চাইছে এইমস হাসপাতাল। একাংশ বলছেন, এইমস হাসপাতাল যদি সত্যি সত্যি এই পদক্ষেপ নিয়ে সাফল্য পায়, তাহলে করোনা ভাইরাসকে প্রতিহত করতে নয়া দিগন্ত খুলে যাবে। কেননা এই ভাইরাসের প্রকৃত চরিত্র সম্পর্কে এখনও তেমন ভাবে কোনো ধারণা পাওয়া যায়নি।

ফলে সেই ধারণা যদি এইমস প্রকাশ করতে পারে, তাহলে এই ভাইরাসের মোকাবিলা করাও দ্রুত সম্ভব হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এদিন এই প্রসঙ্গে চিকিৎসক সুধীর গুপ্ত বলেন, “কোভিডে আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিদের ময়নাতদন্ত হলে মারন ভাইরাসটি সম্পর্কে বহু অজানা তথ্য জানা সম্ভব হবে। আর সেই সব তথ্য অনুসন্ধান করে কোভিডকে জব্দ করার অস্ত্রও হাতে আসতে পারে।” এদিকে করোনা ভাইরাস মৃত ব্যক্তির শরীরের আর কোন কোন অংশে প্রভাব ফেলবে, এদিন সেই ব্যাপারেও নিজের মত জানিয়েছেন চিকিৎসক সুধীর গুপ্ত।

তিনি বলেন, “শুধু শ্বাসযন্ত্র নয়। মানবদেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের উপর প্রভাব বিস্তার করে এই কোভিড। তবে কিভাবে তা করে থাকে, তা জানতে দেহের ময়নাতদন্ত ছাড়া উপায় নেই। তাই আমরা সমস্ত রকম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে দেহ কাটাছেঁড়া করার উদ্যোগ নিয়েছি। যাতে সংক্রমনের বিন্দুমাত্র ঝুঁকি না থাকে।” তবে বিশেষজ্ঞ চিকিৎসকরা এই ব্যাপারে তাদের মতামত প্রদান করলেও, করোনায় মৃত ব্যক্তির দেহ ময়নাতদন্ত করে এখন যে রহস্য উদঘাটন করতে চাইছে এইমসের চিকিৎসকরা, তা কতটা সাফল্য পায়, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!