এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > বাংলার ভাগ্যাকাশে আবারো দুর্যোগের ঘনঘটা! কিছুক্ষনের মধ্যেই আছড়ে পড়তে চলেছে প্রবল ঝড় বৃষ্টি

বাংলার ভাগ্যাকাশে আবারো দুর্যোগের ঘনঘটা! কিছুক্ষনের মধ্যেই আছড়ে পড়তে চলেছে প্রবল ঝড় বৃষ্টি


বাংলার ভাগ্যাকাশে কালো মেঘের ছায়া যেন কিছুতেই কাটছে না। প্রথমে এল করোনার থাবা, তার পিছু পিছু এল আমপানের তাণ্ডব। শতাব্দীর ভয়ঙ্করতম ঘূর্ণিঝড়ের দাপটে লন্ডভন্ড হয়ে যায় বাংলার বৃহৎ অংশ। খিদ কলকাতাতেই ৭ দিন পরেও পানীয় জল বা বিদ্যুতের সমস্যার সমাধান করা যায় নি! আর তার মাঝেই গত বুধবার আবারো প্রবল ঝড়-বৃষ্টি নেমে আসে। যা আমপান ক্ষতকে আরও দগদগে করে তোলে।

ফলে, বাংলার বুকে এখন ঝড়-বৃষ্টি মানেই যেন সাধারণ মানুষের আতঙ্ক! আর সেই আতঙ্ক আরও কিছুটা বাড়িয়ে এবার আবারো নেমে আসতে চলেছে প্রবল ঝড়-বৃষ্টি বলে আবহাওয়া দপ্তর সূত্রের খবর। আজ বিকেল ও সন্ধ্যের দিকে কলকাতা ও সংলগ্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির ভবিষ্যৎবাণী করল আবহাওয়া দপ্তর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

শুধু তাই নয়, ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া বলেও জানানো হয়েছে। ফলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা পুনরায় ভাসতে চলেছে বলে জানা গেছে। কলকাতা, দুই ২৪ পরগনা সহ দুই বর্ধমান, বীরভূম, নদীয়া, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর ও পুরুলিয়া জেলায় এই দুর্যোগ চলতে পারে। এইসব জেলায় ঝোড়ো হওয়ার সঙ্গে মাঝারি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

তবে শুধু দক্ষিণবঙ্গই নয়, আজ বৃষ্টিতে ভাসতে পারে উত্তরবঙ্গেরও বেশ কিছু জেলা। আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং কালিম্পং – এই ৪ জেলাতে বৃস্তিতর সম্ভাবনা রয়েছে আজ। এদিকে, আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, এবার সঠিক সময়েই ভারতে বর্ষার প্রবেশ ঘটবে। এখন যে বৃষ্টি হচ্ছে তা কোনো নিম্নচাপ বা ঘূর্ণাবর্তের ফলে নয়, এই ঝড়-বৃষ্টি মূলত প্রাক-বর্ষার প্রভাবে হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!