এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > পঞ্চায়েত নির্বাচন বাতিলের দাবি, রাজীবের উদ্দেশ্যে ভয়ঙ্কর আক্রমণ হেভিওয়েটের!

পঞ্চায়েত নির্বাচন বাতিলের দাবি, রাজীবের উদ্দেশ্যে ভয়ঙ্কর আক্রমণ হেভিওয়েটের!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রাজ্য নির্বাচন কমিশনারের পদে বসার পর থেকেই রাজীব সিনহার একের পর এক সিদ্ধান্ত এবং আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এমনকি তিনি নির্বাচন কমিশনারের নাম করে তাকে মাতাল বলেও আক্রমণ করেছেন। আর এবার পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক অশান্তি এবং ছাপ্পা হওয়ার পর সেই কমিশনের দপ্তরের সামনে বিক্ষোভের পর গোটা নির্বাচন বাতিলের দাবি তুললেন বিজেপি নেতা সজল ঘোষ। পাশাপাশি বিরোধী দলনেতার সুরে সুর মিলিয়ে রাজ্য নির্বাচন কমিশনারকে কড়া ভাষায় আক্রমণ করলেন তিনি।

প্রসঙ্গত, রবিবার বিজেপির পক্ষ থেকে রাজ্য নির্বাচন কমিশনারের দপ্তরের সামনে একটি বিক্ষোভ করা হয়। যেখানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা সজল ঘোষ। আর সেই বিক্ষোভ কর্মসূচির পরেই নির্বাচন কমিশনারকে বেনজির আক্রমণ করেন তিনি। এদিন এই প্রসঙ্গে সজল ঘোষ বলেন, “রাজীব সিনহা রেজিস্টার্ড মাতাল। শিক্ষিত হতে পারে, কিন্তু মানুষ হয়নি। এই ভোট বাতিল করা হোক।”

বিশেষজ্ঞদের প্রশ্ন, বিরোধীদের পক্ষ থেকে একের পর এক আক্রমণ হজম করতে কি কষ্ট হচ্ছে না রাজ্যের বর্তমান নির্বাচন কমিশনারের! এর থেকে কি অনেক ভালো ছিল না, যদি তিনি সুষ্ঠুভাবে নিজের মতো করে নির্বাচন পরিচালনা করতেন! বর্তমানে যেভাবে তাকে আক্রমণ করছে বিরোধী দলের নেতা-নেত্রীরা, তা কি তার মাথা নত করে দিচ্ছে না! যেভাবে সজল ঘোষের মতো বিজেপি নেতা রাজ্য নির্বাচন কমিশনারকে আক্রমণ করলেন, তাতে শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!