এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মমতা সরকারের বিরুদ্ধে ভয়ংকর পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র! রিপোর্ট নিয়ে দিল্লি গেলেন রাজ্যপাল!

মমতা সরকারের বিরুদ্ধে ভয়ংকর পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র! রিপোর্ট নিয়ে দিল্লি গেলেন রাজ্যপাল!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বাংলায় পঞ্চায়েত নির্বাচনে যে পরিমাণ সন্ত্রাস প্রত্যক্ষ করা গিয়েছে এবং প্রচুর মানুষের প্রাণ গিয়েছে, তাতে রীতিমতো ক্ষুব্ধ বঙ্গ বিজেপি। তাদের দাবি, অবিলম্বে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা হোক। অন্যদিকে লাগাতার হিংসা নিয়ে রীতিমতো অসন্তোষ প্রকাশ করেছেন স্বয়ং রাজ্যপালও। আর নির্বাচনে সন্ত্রাসের জেরে মৃত রাজনৈতিক কর্মীদের পরিবারের কান্নায় যখন আগুনে উত্তপ্ত বাংলার বাতাস, ঠিক তখনই দিল্লি উড়ে গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। স্বভাবতই রাজ্যপালের এই হঠাৎ করেই দিল্লি সফর নিয়ে রাজনৈতিক মহলে গুঞ্জন তৈরি হয়েছে।

সূত্রের খবর, রবিবার সন্ধ্যায় কলকাতা থেকে দিল্লির বিমান ধরেন রাজ্যপাল। যেখানে আজ দিল্লি পৌঁছে আগামীকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে তার। এক্ষেত্রে একাধিক রিপোর্ট কেন্দ্রের কাছে জমা দিতে পারেন বাংলার রাজ্যপাল বলেও খবর। আর এখানেই অনেকের প্রশ্ন, তাহলে কি এবার বাংলা নিয়ে কড়া সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্রীয় সরকার! কেন্দ্রের পক্ষ থেকেই কি রাজ্যপালকে ডেকে পাঠানো হয়েছে! নাকি বাংলায় যে পরিমাণ হিংসা হয়েছে এবং বিরোধীরা যেভাবে আন্দোলন করছে, তাতে গণতন্ত্র রক্ষা করতে নিজে থেকেই কেন্দ্রের কাছে রিপোর্ট জমা দিতে যাচ্ছেন বাংলার সাংবিধানিক প্রধান!

বিশেষজ্ঞদের মতে, পঞ্চায়েত নির্বাচন চলাকালীনই সন্ত্রাস নিয়ে রীতিমতো ক্ষোভ উগড়ে দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুঝিয়ে দিয়েছিলেন, এরপরেও যদি বাংলার সরকারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে জনমানসে তার বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে। এমনকি কেন্দ্রের পক্ষ থেকে অমিত শাহ রাজ্য বিজেপির সভাপতি এবং বিরোধী দলনেতাকে ফোন করেও গোটা বিষয়টি জানতে চেয়েছিলেন। আর এরপরেই রবিবার তড়িঘড়ি রাজ্যপালের দিল্লি সফর রীতিমতো ভাবাচ্ছে রাজনৈতিক বিশেষজ্ঞদের।

অনেকে বলছেন, টালবাহানা অনেক হলো। এবার রাজ্যপালের রিপোর্ট দেখে নির্বাচনে যে সন্ত্রাস হয়েছে, তার কারণে বাংলা নিয়ে কড়া পদক্ষেপ নেওয়া উচিত কেন্দ্রীয় সরকারের। এরপরেও যদি মমতা সরকারকে ছেড়ে দেওয়া হয়, তাহলে তারা ভবিষ্যতে আবারও গণতন্ত্রকে প্রহসনে পরিণত করতে দুবার ভাববে না। তাই অবিলম্বে রাজ্যপালের সঙ্গে কথা বলে বাংলা নিয়ে কেন্দ্রের কড়া পদক্ষেপের দাবি জানাচ্ছেন বিরোধীরা। তবে শেষ পর্যন্ত কি কারণে রাজ্যপাল দিল্লি গেলেন, নির্বাচনের পরে সন্ত্রাস নিয়ে অভিযোগ জানাতে তিনি কার কার সঙ্গে দেখা করেন এবং তার ফলশ্রুতি হিসেবে কি পটভূমি তৈরি হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!