এখন পড়ছেন
হোম > জাতীয় > দিল্লি পৌঁছেই ইঙ্গিতপূর্ন মন্তব্য, একি বললেন রাজ্যপাল! তুঙ্গে জল্পনা!

দিল্লি পৌঁছেই ইঙ্গিতপূর্ন মন্তব্য, একি বললেন রাজ্যপাল! তুঙ্গে জল্পনা!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পঞ্চায়েত নির্বাচনে লাগামহীন সন্ত্রাস, ছাপ্পা ভোট এবং একের পর এক মানুষের মৃত্যু বড় প্রশ্ন তুলে দিয়েছে। বঙ্গ বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, অবিলম্বে কেন্দ্রের পক্ষ থেকে গ্রহণ করা হোক বড় পদক্ষেপ। আর এই পরিস্থিতিতে হঠাৎ করেই দিল্লি পৌঁছে গেলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল। আর দিল্লির মাটিতে পা রাখার পরেই ইঙ্গিত পূর্ণ মন্তব্য করলেন বাংলার সাংবিধানিক প্রধান। রাজ্যপাল সিভি আনন্দ বোসের কথার মধ্যে দিয়ে উঠে এলো, অন্ধকার দূরীভূত করে আলো নিয়ে আসার কথা।

প্রসঙ্গত, রবিবার সন্ধ্যার বিমানে দিল্লি উড়ে যান বাংলার রাজ্যপাল। আর তারপর থেকেই জল্পনা তৈরি হয়, অমিত শাহের সঙ্গে বৈঠক করে তাহলে কি বাংলার জন্য বড় কোনো পদক্ষেপের সুপারিশ করতে পারেন রাজ্যপাল! তবে এর মাঝেই দিল্লী পৌঁছতেই রাজ্যপালকে ঘিরে ধরেন সাংবাদিকরা। আর সেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে জল্পনা আরও বাড়িয়ে দেন সিভি আনন্দ বোস। তিনি বলেন, “খুব সামান্য উদ্দেশ্য নিয়ে এসেছি। রাজনীতির ছাত্র হিসেবে শিক্ষকদের কাছে আলো খুঁজতে এসেছি। অন্ধকার থেকে আলো খোঁজার চেষ্টায় এসেছি। তমসো মা জ্যোতির্গময়ঃ।”

বিশেষজ্ঞদের মতে, রাজ্যপাল কি এই বক্তব্যের মধ্যে দিয়ে এই বার্তাই দিতে চাইলেন যে, পশ্চিমবঙ্গে নির্বাচনকে কেন্দ্র করে যে সন্ত্রাস হয়েছে, তাতে পশ্চিমবঙ্গের পরিবেশ অন্ধকারাচ্ছন্ন! তাই সেই অন্ধকার থেকে কিভাবে রাজ্যকে আলোর দিকে নিয়ে যাওয়া যায়, তা নিয়েই দিল্লিতে পথ খুঁজতে এসেছেন রাজ্যপাল। তাহলে কি তিনি এই মন্তব্যের মধ্যে দিয়ে এই ইঙ্গিত দেওয়ার চেষ্টা করলেন যে, বাংলায় আগামী দিনে পরিস্থিতিকে আয়ত্তে আনতে কেন্দ্রের সঙ্গে কথা বলে বড় পদক্ষেপ নেওয়া হতে পারে! রাজ্যপালের মন্তব্যের পর নানা আশা-আশঙ্কার আবহাওয়া ঘনীভূত হচ্ছে বঙ্গ রাজনীতিতে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!