এখন পড়ছেন
হোম > রাজনীতি > আগামীকাল প্রচুর বুথে পুনর্নির্বাচন, ফের কি ছাপ্পা, সন্ত্রাস! আশঙ্কা তুঙ্গে!

আগামীকাল প্রচুর বুথে পুনর্নির্বাচন, ফের কি ছাপ্পা, সন্ত্রাস! আশঙ্কা তুঙ্গে!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পঞ্চায়েত নির্বাচনে যে ব্যাপক অশান্তি হয়েছে এবং অনেক জায়গাতেই যে নির্বাচন হয়নি, এবার তার প্রমাণ দিয়ে দিল স্বয়ং নির্বাচন কমিশন। মুখে নির্বাচন কমিশনার অশান্তির কথা স্বীকার না করলেও, ইতিমধ্যেই একাধিক বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার ফলে সোমবার সেই পুনর্নির্বাচনের আগে আবার নতুন করে আশঙ্কা তৈরি হয়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে বিরোধী দলগুলোর মধ্যে। তাদের আশঙ্কা, এত তাড়াতাড়ি এতগুলো বুথে পুনর্নির্বাচন, কিন্তু তার জন্য সঠিক পরিকাঠামো কি আদৌ রয়েছে! নাকি তাড়াহুড়ো করে শুধুমাত্র লোক দেখানোর জন্য এই পুনঃনির্বাচন করা হচ্ছে! তাহলে কি আবার সন্ত্রাস, ছাপ্পা, মৃত্যুলীলা দেখবে রাজ্য!

সূত্রের খবর, সোমবার রাজ্যের একাধিক বুথে পুনর্নির্বাচনের ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন। এখনও পর্যন্ত যা খবর, তাতে রাজ্যের কম বেশি প্রত্যেকটি জেলাতেই বিভিন্ন বুথে এই পুনর্নির্বাচন হচ্ছে। প্রায় 604 টি জায়গায় এই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে খবর। মূলত, যে সমস্ত জায়গায় ব্যালট বক্স পুকুরে ফেলে দেওয়া হয়েছে এবং ছাপ্পার অভিযোগ উঠেছে, সেই সমস্ত জায়গাতেই এই নির্বাচন।

তবে শনিবার পঞ্চায়েত ভোটের পর রবিবার সন্ধ্যায় সমস্ত হিসাব করে এতগুলো বুথে পুনর্নির্বাচনের ঘোষণা করেছে কমিশন। যা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। তাদের বক্তব্য, পুর্ননির্বাচন হচ্ছে, এটা অত্যন্ত স্বাভাবিক বিষয়। কিন্তু এক রাতের মধ্যে এত বড় পরিকাঠামো তৈরি করা কি সম্ভব হবে রাজ্য নির্বাচন কমিশনের পক্ষে! যে কমিশন আগে থেকে সমস্ত প্রস্তুতি নিয়েও শান্তিপূর্ণ ভোট করতে পারল না, নির্বাচনকে কেন্দ্র করে প্রচুর মানুষের মৃত্যু হল, সেই কমিশন এক রাতের মধ্যে ছয়শোর বেশি বুঝে পুর্ননির্বাচন কিভাবে করবে!

তাহলে কি এই পুর্ননির্বাচন শুধুমাত্র লোক দেখানো! বিরোধীদের মুখ বন্ধ করার জন্য আবার নতুন করে নির্বাচন হলেও, সেখানে সন্ত্রাস করে ফের ছাপ্পা দেওয়া হবে! ফের গণতন্ত্রের টুটি চেপে ধরবে দুষ্কৃতীরা! ইতিমধ্যেই এই সমস্ত প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। তবে দিনের শেষে পুনঃনির্বাচন প্রক্রিয়া কতটা সুষ্ঠুভাবে সম্পন্ন হয় রাজ্যে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!