ভোট বড় বালাই! গেরুয়া দুর্গে দাঁড়িয়ে প্রচারের মঞ্চ থেকেই এবার নতুন ধর্মকে স্বীকৃতি মমতার! তৃণমূল পুরুলিয়া-ঝাড়গ্রাম-বাঁকুড়া রাজনীতি রাজ্য January 20, 2021 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত লোকসভা নির্বাচনে পুরুলিয়া সহ জঙ্গলমহলের তৃণমূলের ফলাফল খুব একটা ভালো হয়নি। যেখানে শাসকদলকে পেছনে ফেলে প্রথম স্থান দখল করেছিল ভারতীয় জনতা পার্টি। আর তারপর থেকেই এই জঙ্গলমহল পুনরুদ্ধার করতে তৃণমূলের পক্ষ থেকে নানা প্রচেষ্টা চালানো হয়েছে। সামনেই বিধানসভা নির্বাচন। আর তার আগে সেই পুরুলিয়ায় গিয়ে সেখানকার মানুষের মন জয়ের চেষ্টা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলা বাহুল্য, আদিবাসীদের পক্ষ থেকে সারনা ধর্মকে স্বীকৃতি দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে দাবি করা হচ্ছে। আর নির্বাচনের দিকে তাকিয়ে পুরুলিয়ার মাটিতে পা রেখে সেই আদিবাসীদের দাবির সঙ্গে সহমত পোষণ করতে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। একাংশ বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় একথা বলে আদিবাসী সমাজের সমর্থন পাওয়ার চেষ্টা করলেন। কেননা গত নির্বাচনে এই পুরুলিয়া জঙ্গলমহলের আদিবাসীদের বেশিরভাগ সমর্থন চলে গিয়েছিল বিজেপির দিকে। তাই এখন সেই সমাজের মন জয় করবার জন্য তাদের দাবি অনুযায়ী সেই ধর্মকে স্বীকৃতি দেওয়ার কথা শোনা গেল বাংলার প্রশাসনিক প্রধানের গলায়। সূত্রের খবর, মঙ্গলবার পুরুলিয়ার হুটমুরার জনসভায় উপস্থিত হন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই আদিবাসীদের দাবির কথা তুলে ধরেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “সারি ও সারনা ধর্মকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে আদিবাসীরা আমাকে চিঠি দিয়ে আবেদন করেছিলেন। রাজ্যের মুখ্যসচিব এই বিষয়ে কেন্দ্রীয় সরকারকে ইতিমধ্যেই চিঠি দিয়েছে। আমরা চাই, সারি ও সারনা ধর্মকে জনগননায় মর্যাদা দেওয়া হোক।” বিশ্লেষকদের মতে, মমতা বন্দ্যোপাধ্যায় একথা বলে কার্যত মাস্টারস্ট্রোক দিলেন। আদিবাসীদের মন জয়ের জন্য তিনিও এই ধর্মকে স্বীকৃতি দেওয়ার পক্ষে বলে জানিয়ে দিলেন। পাশাপাশি এই ব্যাপারে রাজ্য সরকার যে উদ্যোগ নিয়ে কেন্দ্রকে ইতিমধ্যেই চিঠি দিয়েছে, তাও আদিবাসী সমাজের কাছে বার্তা হিসেবে পৌঁছে দেওয়ার চেষ্টা করলেন বাংলার প্রশাসনিক প্রধান। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - পর্যবেক্ষকদের মতে, বিগত বাম আমলে এই জঙ্গলমহল থেকেই পরিবর্তনের ধ্বনী উঠতে শুরু করেছিল। পরবর্তীতে রাজ্যে ক্ষমতায় আসলে জঙ্গলমহল শান্ত করার প্রতিশ্রুতি বাস্তবায়িত করতে পদক্ষেপ গ্রহণ করে রাজ্য সরকার। এখন মাওবাদী উপদ্রব সেই জঙ্গলমহল অনেকটাই শান্ত। তবে গত লোকসভা নির্বাচন থেকেই পরিস্থিতি তৃণমূলের বিপক্ষে যেতে শুরু করেছিল। যেখানে ভারতীয় জনতা পার্টির অভূতপূর্ব ফলাফল চিন্তায় ফেলে দিয়েছিল রাজ্যের শাসক শিবিরকে। আর এই পরিস্থিতিতে বিধানসভা নির্বাচনের আগে যখন বিজেপির প্রভাব ক্রমশ বাড়ছে, ঠিক তখনই সেই পুরুলিয়ার মাটিতে দাঁড়িয়ে বিজেপির জনপ্রতিনিধিদের কটাক্ষ করার পাশাপাশি আদিবাসীদের জন্য তার সরকার কি করেছে, তা বুঝিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে আদিবাসীদের দীর্ঘদিনের দাবি অনুযায়ী তাদের ধর্মকে স্বীকৃতি দেওয়ার জন্য রাজ্য সরকার যথেষ্ট উদ্যোগী বলে নিজের মত প্রতিষ্ঠা করার চেষ্টা করলেন তৃণমূল নেত্রী বলে দাবি বিশেষজ্ঞদের। তবে ভোটের মুখে মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসী সমাজের মন জয়ের জন্য এই চেষ্টা করলেও লাভের লাভ কিছুই হবে না বলে দাবি করছে বিরোধীরা। সব মিলিয়ে নির্বাচনের আগে পুরুলিয়ায় গিয়ে রীতিমত মানুষের মন জয়ে বড় পদক্ষেপ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তার এই পদক্ষেপ আগামী দিনে তৃণমূলের ভোটবাক্স কতটা সুরক্ষিত রাখে, সেদিকেই নজর থাকবে সকলের। আপনার মতামত জানান -