এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > একই পুরসভায় পরপর তৃণমূলের তিনজন মহিলা কাউন্সিলরের মৃত্যু,ঘনাচ্ছে রহস্য

একই পুরসভায় পরপর তৃণমূলের তিনজন মহিলা কাউন্সিলরের মৃত্যু,ঘনাচ্ছে রহস্য

হৃদরোগে আক্রান্ত হয়ে আকষ্মিক মৃত্যু দক্ষিণ দমদম পুরসভার তৃণমূল কাউন্সিলর দীপ্তি রায়’র। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে সেইরকম উল্লেখযোগ্য কোনো অসুখ ছিলো না দীপ্তি দেবীর। এদিন তাঁর মৃত্যুর খবর পেয়ে বিধায়ক সুজিত বসু ও তৃণমূলের অন্যান্য কাউন্সিলররা প্রয়াত কাউন্সিলারের বাসভবনে যান । এরপরে তাঁর মরদেহ দক্ষিণ দমদম পুরসভার অফিসে নিয়ে যাওয়া হলে পুরসভার কর্মীরা তাঁকে শেষ শ্রদ্ধা জানান। পরিসংখ্যানে লক্ষ্য রাখলে জানা যাচ্ছে দক্ষিণ দমদম পুরসভার বর্তমান বোর্ডে এ যাবত কালে তৃণমূল কংগ্রেসের তিনজন কাউন্সিলর প্রয়াত হলেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

উত্তর দমদমের বাঙুর এলাকায় তৃণমূল কংগ্রেস কর্মী স্বামীর হাতেই দীপ্তি দেবীর রাজনীতিতে হাতেখড়ি হয়েছিলো বলে জানা গিয়েছে। এরপরে গত পুর নির্বাচনে দক্ষিণ দমদম পুরসভার ২৯ নম্বর ওয়ার্ড থেকে দীপ্তি রায় কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন । এদিন দীপ্তি দেবীর পরিবারের লোকজনের থেকে জানা যাচ্ছে মঙ্গলবার রাতে বাড়িতে থাকাকালীন সময়েই হঠাৎই তিনি বুকে ব্যাথা অনুভব করেন। বাড়ির লোকজন দ্রুত তাঁকে পার্শ্ববর্তী একটি একটি নার্সিংহোমে নিয়ে গেলে সেখানে উপস্থিত চিকিৎসকেরা দীপ্তি রায়কে মৃত বলে ঘোষণা করেন। কাউন্সিলার অকাল দীপ্তি রায়ের মৃত্যুতে স্বাভাবিক ভাবেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এই প্রসঙ্গে এলাকার বিধায়ক সুজিত বসু ব্যক্তিগত প্রতিক্রিয়া বললেন, ”দীপ্তি রায়ের মৃত্যুতে ক্ষতি হল দলের। পুরসভার কাজকর্মেও প্রভাব পড়বে।” প্রসঙ্গত, এই নিয়ে জনপ্রতিনিধি থাকাকালীন প্রয়াত হলেন দক্ষিণ দমদম পুরসভার তিনজন কাউন্সিলর।ঘটনাচক্রে সকলেই মহিলা ও তৃণমূল কাউন্সিলর। গত বছরের সেপ্টেম্বরে লেকটাউনের বাড়ি থেকে উদ্ধার হয়েছিল ৩২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সঞ্জিতা দত্তের ঝুলন্ত দেহ। পববর্তীকালে দক্ষিণ দমদম পুরসভার আরও এক মহিলা কাউন্সিলের মৃত্যু হয়। ফলে কি হচ্ছে তা নিয়ে শোরগোল পড়েছে রাজ্য রাজনীতিতে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!