এখন পড়ছেন
হোম > জাতীয় > লকডাউনের মেয়াদ বাড়বে নাকি উঠবে ? পরিস্থিতি রীতিমতো উদ্বেগজনক

লকডাউনের মেয়াদ বাড়বে নাকি উঠবে ? পরিস্থিতি রীতিমতো উদ্বেগজনক

হু হু করে বাড়ছে গ্রাফ। অর্থনৈতিক বৃদ্ধি বা তাপমাত্রার নয়, দেশবাসীর চিন্তা বাড়িয়ে ক্রমেই ঊর্ধ্বমুখী নভেল করোনা ভাইরাসের আক্রান্ত ও মৃতের পরিসংখ্যান। পরিস্থিতি বিচার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই দেশজুড়ে লকডাউন ঘোষণা করেছেন করোনা সংক্রমণ ঠেকাতে। কিন্তু লকডাউনের মধ্যেও লাফিয়ে লাফিয়ে করোনা আক্রান্তের সংখ্যা এবং মৃতের সংখ্যা বেড়েছে। ইতিমধ্যে দেশে করোনা আক্রান্তের সংখ্যা চার হাজার ছাড়িয়ে গেছে। পরিস্থিতি রীতিমতো উদ্বেগজনক।

এই অবস্থায় সম্প্রতি কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারগুলি, মন্ত্রিগোষ্ঠী এবং বিশেষজ্ঞ দলের সঙ্গে একটি বৈঠকে বসেছিলেন। বৈঠকের আলোচনার বিষয় ছিল কিভাবে এই লকডাউন পরিস্থিতি থেকে বেরিয়ে আসা যায়। আগামী 14 ই এপ্রিল লকডাউন শেষ হবে কিন্তু করোনার লক্ষণ দেখে এই বৈঠকে উপস্থিত বেশিরভাগই লকডাউন বাড়ানোর পক্ষেই মত দিয়েছেন বলে জানা গেছে। অন্যদিকে, কেন্দ্রীয় সরকার সূত্রে জানা গেছে, 14 তারিখের পরেও লকডাউন বাড়তে পারে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানিয়েছেন, ‘‌আমরা প্রতি মুহূর্তে পরিস্থিতির উপর নজর রাখছি। লকডাউনের সময়সীমা বাড়ানো হলে সেই সিদ্ধান্ত জাতীয় স্বার্থেই নেওয়া হবে এবং ঠিক সময়ে দেশবাসীকে তা জানানো হবে।’ অন্যদিকে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট জানিয়েছেন, একদফায় লকডাউন তুলে ফেলা যাবেনা। পরিস্থিতি অনুযায়ী ধীরে ধীরে লকডাউন থেকে বেরোতে হবে। পরিস্থিতি খতিয়ে দেখতে ইতিমধ্যে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর নেতৃত্বে গঠিত হয়েছে মন্ত্রী গোষ্ঠীর সদস্যদের নিয়ে একটি কমিটি।

মঙ্গলবার মন্ত্রিগোষ্ঠীর সঙ্গে রাজনাথ সিং বৈঠক করেন। বৈঠকে তিনি প্রধানমন্ত্রীর বিভিন্ন সিদ্ধান্তের প্রশংসাও করেছেন বলে জানা গেছে। অন্যদিকে, আগামী দুই সপ্তাহ আরও কঠিন হতে চলেছে দেশবাসীর কাছে। এই সাবধান বাণী আগেই দিয়ে রেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর সতর্কবাণী এবার অবধারিতভাবে প্রশ্ন তুলে দিলো, তবে কি করোনা সংক্রমণ রুখতে 14 ই এপ্রিল এর পর  আরও বাড়তে চলেছে লকডাউন এর মেয়াদ? এখনো পর্যন্ত অবশ্য এর উত্তর পাওয়া জায়নি। উত্তরের জন্য অপেক্ষা করতে হবে আরও বেশ কয়েক দিন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!