গুজরাট নির্বাচন: কংগ্রেস ও বিজেপি দুদলের হয়েই একঝাঁক তারকা প্রচারে জাতীয় বিশেষ খবর November 25, 2017 যত সময় এগিয়ে আসছে গুজরাট নির্বাচন নিয়ে উত্তেজনার পারদ তত বাড়ছে। গুজরাট থেকে প্রাপ্ত সূত্রের খবর অনুযায়ী এবার গুজরাট নির্বাচনের প্রাক্কালে কংগ্রেস ও বিজেপি দুদলের হয়েই একঝাঁক বলিউডি তারকা নির্বাচনী প্রচারে আসতে চলেছেন। যদিও কংগ্রেস বা বিজেপি কোনো দলের তরফ থেকেই এই নিয়ে সরকারি বিবৃতি পাওয়া যায় নি, তবুও সূত্রের খবর অনুযায়ী এই তারকারা শীঘ্রই গুজরাটের মাটিতে প্রচারে অংশ নিতে আসছেন। বিজেপির হয়ে প্রচারে অংশ নিতে পারেন সলমন খান অক্ষয় কুমার পরেশ রাওয়াল অনুপম খের অজয় দেবগণ হেমা মালিনী মনোজ তিওয়ারি কংগ্রেসের হয়ে প্রচারে অংশ নিতে পারেন রাজ বব্বর নাগমা রীতেশ দেশমুখ নভজ্যোত সিংহ সিধু মহিমা চৌধুরী আপনার মতামত জানান -