এখন পড়ছেন
হোম > জাতীয় > ২০১৮ এর মধ্যে সাধারণের জন্য ৫০ লক্ষেরও বেশি বাড়ি তৈরি করতে চলেছে কেন্দ্র

২০১৮ এর মধ্যে সাধারণের জন্য ৫০ লক্ষেরও বেশি বাড়ি তৈরি করতে চলেছে কেন্দ্র

দিল্লি থেকে প্রাপ্ত খবর অনুযায়ী কেন্দ্র এবার গরিব সাধারণ মানুষের জন্য বড় পদক্ষেপ নিতে চলেছে। কেন্দ্রীয় গ্রাম উন্নয়নমন্ত্রক সূত্রে জানা গেছে, যাঁরা গৃহহীন অথবা কাঁচা বাড়িতে বসবাস করছেন তাঁদের জন্য আগামী ২০১৮ সালের মার্চ মাসের মধ্যে প্রধানমন্ত্রীর গ্রামীণ আবাসন যোজনায় ৫০ লক্ষেরও বেশি পাকাবাড়ি তৈরি করে দেওয়া হবে। শুধু তাই নয়, ২০১৯ সালের মার্চ মাসের মধ্যে এই লক্ষ্যমাত্রা রাখা হয়েছে ১ কোটি। পাকা বাড়ি তৈরীর জন্য টাকা সংশ্লিষ্ট ব্যক্তির আকাউন্টে পাঠিয়ে দেবে কেন্দ্র সরকার। করা এই সুবিধা পাবেন, তা ২০১১ সালের আর্থসামাজিক জনগণনার ভিত্তিতে করা হয়েছে বলে জানা গেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!