এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিজেপি বা নিজ দল রাজ্যের মুখ্যমন্ত্রী মুখ কি শুভেন্দু? জোর জল্পনা রাজ্য রাজনীতিতে!

বিজেপি বা নিজ দল রাজ্যের মুখ্যমন্ত্রী মুখ কি শুভেন্দু? জোর জল্পনা রাজ্য রাজনীতিতে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – প্রায় বহুদিন ধরেই দল কিংবা সরকারের সঙ্গে দূরত্ব বজায় রাখতে দেখা যাচ্ছে তাকে। মন্ত্রীপদ থেকে ইস্তফা দেওয়ার পর এখন শুভেন্দু অধিকারী নতুন দল তৈরি করতে পারেন বলে মনে করা হচ্ছে। তবে কি করবেন শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেবেন নাকি নতুন দল গঠন করবেন তা এখনও পরিষ্কার নয় গোটা পরিস্থিতি দোলাচলের পর্যায়ে রয়েছে। তবে একাংশ কার্যত নিশ্চিত, তৃণমূলে সাংগঠনিক গুরুত্ব না পাওয়ার কারণ এই শুভেন্দু অধিকারী দলের সঙ্গে দূরত্ব বাড়াতে শুরু করেছেন।

তবে শুভেন্দু অধিকারী যদি বিজেপিতে যোগদান বা নতুন কোন দল গঠন করেন তাহলে কি তিনি রাজ্যের মুখ্য ব্যক্তি হয়ে উঠতে পারবেন, এখন সেটাই প্রশ্নের বিষয় হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক মহলে। একাংশ বলছেন, বিগত বাম আমলে বহু লড়াই আন্দোলন করে শুভেন্দু অধিকারী নিজেকে যোগ্যতম ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

সেদিক থেকে 2021 এর বিধানসভা নির্বাচনের দোরগোড়ায় দাঁড়িয়ে তার অনুগামীরা আশা করেছিলেন, তৃণমূলে যেমন সাংগঠনিক গুরুত্ব বৃদ্ধি পাবে শুভেন্দুবাবুর, ঠিক তেমনই রাজ্যের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী মত কোনো সুযোগ সামনে আসবে তার। কিন্তু সেরকম কোনো সম্ভাবনা তৈরি না হওয়ার কারণেই যে শুভেন্দু অধিকারী তৃণমূলের সঙ্গে দূরত্ব ত্যাগ করে নতুন কোনো সিদ্ধান্ত নিতে চলেছেন, সেই ব্যাপারে নিশ্চিত বিশেষজ্ঞরা।

জানা গেছে, ইতিমধ্যেই শুভেন্দু অধিকারীর অনুগামীরা তাকে মুখ্যমন্ত্রী মুখ করে প্রচার করতে শুরু করেছেন। কিন্তু এখানেই প্রশ্ন, শুভেন্দু অধিকারী কোন দলের টিকিটে জয়লাভ করে রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন! একাংশ বলছেন, বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে তৃণমূলে আর শুভেন্দু অধিকারী সক্রিয় হবেন, এমনটা বলা যায় না।

সেদিক থেকে তিনি বিজেপির মত দলে যোগদান করে সেই দলের কাছে নিজেকে মুখ্যমন্ত্রী মুখ করার দাবি জানাতে পারেন। আর যদি তা না হয়, তাহলে নতুন কোনো দল গঠন করে নির্ণায়ক শক্তি হিসেবে নিজেকে তুলে ধরতে পারেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। আর এই সমস্ত সমীকরণকে কেন্দ্র করে এবং শুভেন্দু অধিকারীর অনুগামীদের পক্ষ থেকে তাকে মুখ্যমন্ত্রী মুখ করার দাবি জানানো নিয়ে এবার রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল সৃষ্টি হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনেকেই বলতে শুরু করেছেন, শুভেন্দু অধিকারী ছাড়া রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্যতা কারণ নেই। এক্ষেত্রে তৃণমূল নেত্রী তথা বাংলার বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ জানিয়ে শুভেন্দুবাবুর অনুগামীরা অনেক ক্ষেত্রেই বক্তব্য রাখতে শুরু করেছেন। যা নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে তৃণমূলের দূরত্ব আরও বৃদ্ধি পাচ্ছে‌। তাই এই পরিস্থিতিতে তৃণমূলের হয়ে শুভেন্দু অধিকারী ভোটে লড়বেন এবং তিনি মুখ্যমন্ত্রী পদের দাবিদার হবেন, এমনটা ভাবতে রাজি নয় কেউই।

কেননা যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, ততদিন তার দল ক্ষমতায় আসলে যে তিনিই মুখ্যমন্ত্রী হবেন, সেই ব্যাপারটি স্পষ্ট সকলের কাছে। তাই সেই পরিস্থিতিতে শুভেন্দু অধিকারীকে যে কোনোমতেই মুখ্যমন্ত্রী করা হবে না, তা তৃণমূলের ছোট, বড়, মেজো সমস্ত স্তরের নেতারাই জানেন। আর এই পরিস্থিতিতে সেই শুভেন্দু অধিকারীর অনুগামীরা জল্পনা বাড়িয়ে দাদাকে মুখ্যমন্ত্রী মুখ হিসেবে তুলে ধরার আপ্রাণ চেষ্টা শুরু করেছেন।

আর এখানেই প্রশ্ন, তাহলে শুভেন্দু অধিকারী কোন দলের হয়ে আগামী বিধানসভা নির্বাচনে লড়বেন এবং মুখ্যমন্ত্রী হবেন! এখনও পর্যন্ত শুভেন্দু অধিকারী নিজেদের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করেননি। বর্তমান সময় পর্যন্ত তিনি তৃণমূল কংগ্রেসের বিধায়ক। তবে আগামী দিনে যদি তৃণমূল কংগ্রেস ত্যাগ করেন, তাহলে তিনি নতুন দল গঠন করবেন, নাকি বিজেপিতে নাম লেখাবেন, সেটাই দেখার বিষয় রাজনৈতিক বিশেষজ্ঞদের কাছে। আর তারপরই স্পষ্ট হয়ে যাবে যে, ঠিক কোন দলের হয়ে আগামী বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মুখ হচ্ছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী! যার দিকে নজর থাকবে গোটা রাজনৈতিক মহলের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!