এখন পড়ছেন
হোম > রাজ্য > মদন মিত্র নামতে চলেছেন বড়সড় আন্দোলনে,কার বিরুদ্ধে বিদ্রোহ?

মদন মিত্র নামতে চলেছেন বড়সড় আন্দোলনে,কার বিরুদ্ধে বিদ্রোহ?

অ্যাপ-ক্যাব সংস্থাগুলির বিরুদ্ধে চালক-মালিকদের ক্ষোভ ক্রমশ ঘনীভূত হচ্ছে।দিল্লি,মুম্বাইতে ইতিমধ্যে শুরু হয়েছে আন্দোলন। এই আন্দোলনকে হাতিয়ার করে মূলস্রোতে ফিরতে চাইছেন এখানকার ‘পিছনের সারি’ হয়ে যাওয়া তৃণমূল নেতা মদন মিত্র।এদিন এখানে তিনিই নেতৃত্ব দিলেন অ্যাপ-ক্যাবের বিরুদ্ধে হওয়া চালক-মালিকদের আন্দোলনকে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

সম্প্রতি ‘ওয়েস্ট বেঙ্গল অনলাইন ক্যাব অপারেটর্স গিল্ড’ নামে অ্যাপ-ক্যাবের মালিক-চালকদের নিয়ে একটি সংগঠন তৈরি হয়েছ,যার প্রথম সভাপতি হন মদন মিত্র।সভাপতির পদ গ্রহণ করেই গর্জে উঠেছেন তিনি।রাজনৈতিক সূত্রের খবর থেকে জানা গেছে আগামী ২৪ এপ্রিল উবার এর সদর দফতরে স্মারকলিপি দিতে যাবে ওই সংগঠন এবং ২৫ এপ্রিল যাবেন ওলার অফিসে।এই সংস্থা দুটি যদি ৭ দিনের ভিতর  সংগঠনের দাবি না মানেন তাহলে তাঁরা বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন, এমনটাই ভাবছেন।
এ প্রসঙ্গে মদন বাবু বলছেন,” অ্যাপ-ক্যাব সংস্থাগুলি রাজ্যে কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে এসেছিল কিন্তু ব্যবসা শুরু করার পরে চালক এবং মালিকদের শুষে নিচ্ছে।মালিকেরা গাড়ি চালিয়ে মাসিক কিস্তি দেওয়ার টাকাও জোগাড় করতে পারছেন না।লাভের গুড় সবই সংস্থাগুলি খেয়ে চলে যাচ্ছে। এর বিরুদ্ধেই আমাদের আন্দোলন।” তবে আন্দোলন মানেই সমস্ত কাজকর্ম পন্ড করে দেওয়া নয়,এটাও জানালেন তিনি।এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে রাজ্যে কোনোরকম বনধ,ধর্মঘট চলবে না তাই সে কথা মাথায় রেখেই তাঁরা পরিষেবা বন্ধ করতে চাইছেন না।তবে চালক তথা মালিকদের অধিকারের পাওনাটুকু যাতে সংস্থাগুলো দেয় তার দাবীতেই তাঁরা এই শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবেন।অপারেটর্স গিল্ডের মূল দাবী হল মালিকদের ট্রিপ প্রতি অর্থে পরিমান বাড়াতে হবে।এক মালিকের কথায় তার স্পষ্ট প্রমাণ মেলে,” অ্যাপ-ক্যাব সংস্থাদুটি ইচ্ছেমতো যাত্রীদপর কাছ থেকে সার্জ দাবী করছে।অথচ,তার সিকিভাগও আমরা পাচ্ছি না।এটা দিনের পর দিন চলতে পারে না।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!