এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূল না বিজেপি? এক ভিডিও বার্তাতেই নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন শুভেন্দু অধিকারী

তৃণমূল না বিজেপি? এক ভিডিও বার্তাতেই নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন শুভেন্দু অধিকারী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তৃণমূলের সাংগঠনিক বৈঠকের পর রাজ্যের বিভিন্ন জেলায় ব্যাপক রদবদল হয়। বিভিন্ন জেলার সংগঠনে পরিবর্তন আনার পাশাপাশি পর্যবেক্ষক পদ তুলে দেয় তৃণমূল কংগ্রেস। যে পদ তুলে দেওয়ার পর মনে করা হয়েছিল, শুভেন্দু অধিকারী যেহেতু বেশিরভাগ জেলার দায়িত্বে আছেন, তাই তার গুরুত্ব কমাতেই তৃণমূলের পক্ষ থেকে এই ধরনের পদক্ষেপ তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল। অন্যদিকে শুভেন্দু অধিকারীকে গুরুত্বপূর্ণ জায়গায় বসানো হবে বলে মনে করা হলেও, সেরকম কোনো প্রবণতা দেখা যায়নি।

উল্টে তাকে শুধুমাত্র দলের রাজ্যের কোর কমিটির সদস্য করে রাখা হয়েছে। আর দলের হেভিওয়েট সাংগঠনিক মুখ তথা মন্ত্রী শুভেন্দু অধিকারী দলে গুরুত্ব না পাওয়ার পর তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে তীব্র জল্পনা তৈরি হয়। নানা মহলে খবর রটতে শুরু করে, এবার হয়ত শুভেন্দু অধিকারী যোগ দিচ্ছেন ভারতীয় জনতা পার্টিতে। পরিস্থিতি সামলাতে ময়দানে নেমে শুভেন্দু অধিকারীর পিতা শিশির অধিকারী জানিয়ে দেন, তাদের পরিবার তৃণমূলের সাথে ছিল এবং তৃণমূলের সাথেই থাকবে। রাজনীতিতে পিতা-পুত্রের মত সব সময় এক হবে, এটা নাও হতে পারে।

তাই শুভেন্দু অধিকারী কি করবেন, তা নিয়ে জল্পনা ক্রমশ বাড়ছিল। আর এমত পরিস্থিতিতে এবার শুভেন্দু অধিকারীর একটি ভিডিও পোস্ট করলেন তৃণমূলের এক মুখপাত্র। যেখানে তিনি লেখেন, “চক্রান্তকারীদের মুখে ঝামা ঘষে দিয়েছেন এক লাইনেই।” কিন্তু কি এমন ভিডিও পোস্ট করা হল, যেখানে শুভেন্দু অধিকারী তার সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন? কি এমন কথা বললেন তিনি?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, একটি অনুষ্ঠানে এসে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে শুভেন্দু অধিকারী বলেন, “আমার দেখা হয়তো কম পেলেন। কিন্তু তার জন্য কোনো কাজ আটকে নেই। আমাদের দলে কোনো কিছুই ব্যক্তির ওপর নির্ভর করে না। একা শুভেন্দু না থাকলেও আমাদের নেতৃত্ব রয়েছে। তারা সামলে নিতে পারে। তৃণমূল কংগ্রেসে সবাই কর্মী। একজন নেত্রী, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। তার নির্দেশ মতই কাজ করব।” অর্থাৎ শুভেন্দু অধিকারীর এই ভিডিওর বক্তব্য পোস্ট করে তৃণমূলের মুখপাত্র স্পষ্ট করে দিতে চাইলেন যে, শুভেন্দু অধিকারীকে নিয়ে যে জল্পনা চলছে, তার সবটাই ভিত্তিহীন।

বলা বাহুল্য, শুভেন্দু অধিকারী তৃণমূলে এমন একজন হেভিওয়েট মুখ, তিনি যদি রাজনৈতিকভাবে কোনো সিদ্ধান্ত নেন, তাহলে তার ব্যাপক প্রভাব তৃণমূল কংগ্রেসে পড়বে। শুধু তাই নয়, তিনি যদি দলবদলের মতো সিদ্ধান্ত গ্রহণ করেন, তাহলে তার অনুগামী হয়ে অনেকেই তার সাথে পা বাড়াবেন। যার ফলে ভেঙে যেতে পারে তৃণমূল কংগ্রেস। তাই এহেন আশঙ্কা যখন রাজ্যজুড়ে তৈরি হয়েছে, ঠিক তখনই এই ভিডিও পোস্ট করে তৃণমূলের মুখপাত্র বুঝিয়ে দিলেন যে, শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত সৈনিক হিসেবেই থাকবেন। এখন তৃণমূলের মুখপাত্রের এই বক্তব্যের সাথে শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ভবিষ্যতের কোনো মিল পাওয়া যায় কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!