এখন পড়ছেন
হোম > জাতীয় > দেশের মানুষকে আনন্দের স্বাদ দিতে জওয়ানদের গলায় ধরা দিল সুর

দেশের মানুষকে আনন্দের স্বাদ দিতে জওয়ানদের গলায় ধরা দিল সুর


করোনা ভাইরাসের সংক্রমণ আটকাতে দেশজুড়ে প্রধানমন্ত্রীর নির্দেশে চলছে 21 দিনব্যাপী লকডাউন। পরিস্থিতি সামলাতে নিত্যনতুন ভাবনা-চিন্তা করে চলেছে দেশের প্রশাসন। তারই ফলস্বরূপ লকডাউন। বিশেষজ্ঞদের মতে, সংক্রমণ রুখতে লকডাউন ছাড়া আর কোনো রাস্তা ছিলনা। যদিও স্বাস্থ্য বিশেষজ্ঞদের দাবি, লকডাউন এর ফলে হয়তো সংক্রমণ রোধ করা যাবে। কিন্তু তাকে পুরোপুরি নিশ্চিহ্ন করা যাবেনা। তবে ইতিমধ্যে লকডাউন এর জেরে গৃহবন্দী মানুষদের মধ্যে সৃষ্টি হয়েছে মানসিক অবসাদ।

দেশজুড়ে যে লকডাউন শুরু হয়েছিল গত 24 মার্চ আজকে তার সপ্তম দিন। সরকারের নির্দেশে অত্যাবশ্যকীয় পরিষেবার সঙ্গে যুক্ত মানুষগুলি বাদ দিয়ে দেশের বেশিরভাগ মানুষ। এই মুহূর্তে গৃহবন্দী থাকা অবস্থায় মানুষের মনে সৃষ্টি হয়েছে আতঙ্ক। আর তাই এবার দেশের বিভিন্ন জায়গায় চিকিৎসক বা স্বাস্থ্যকর্মী, পুলিশ বা আধা সামরিক বাহিনীর অচেনা জওয়ানরা বিভিন্নভাবে চেষ্টা করছেন গৃহবন্দি মানুষদের অবসাদ কাটানোর। এই অবসাদ কাটাতে গিয়ে এনারা বিভিন্ন জায়গায় জনপ্রিয় বলিউড সিনেমার গান গেয়ে মানুষকে আনন্দ দেওয়ার চেষ্টা করছেন।

ইতিমধ্যে এরকম বেশ কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সম্প্রতি আসামের রাজধানী গুয়াহাটিতে 175 ব্যাটালিয়ানের সিআরপিএফ জওয়ানদের দেখা গেল বর্ডার সিনেমার জনপ্রিয়তম গান মানুষের মনোরঞ্জন করতে গাইছেন। তাই শুনে আশেপাশের বাড়ি বারান্দা ও দরজার সামনে হাততালি দিয়ে তাঁদের উৎসাহ প্রদান করছে সাধারণ মানুষ। মঙ্গলবার সকালে 3 মিনিট 45 সেকেন্ডের এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ার পোস্ট হওয়ার সাথে সাথেই মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ভিডিওটিতে দেখা যাচ্ছে, রাস্তার মোড়ে একটি গাড়ির গায়ে হেলান দিয়ে হ্যান্ডমাইকে গান গাইছেন এক সেনা জওয়ান। তাঁর পাশেই দাঁড়িয়ে রয়েছে তার সহকর্মী। ভিডিওটিতে দেখা যায়, আর তার সাথে দেখা যায় কাছাকাছি থাকা বাড়ির ছাদে, বারান্দায় দাঁড়িয়ে সাধারণ মানুষ হাততালি দিয়ে তাঁদেরকে উৎসাহ প্রদান করছে। করোনাভাইরাস এই মুহূর্তে মানুষের জীবনে একটা ত্রাসের সৃষ্টি করেছে। এই ত্রাসের হাত থেকে মুক্তি পাওয়ার জন্যই কেন্দ্রীয় সরকার ও তৎসহ রাজ্য সরকারগুলি প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তবে এই লড়াই অনেক বেশি কঠিন। তার কারণ, লড়াই চলছে ভাইরাস এবং মানুষের মধ্যে। কিন্তু ভাইরাসের বিরুদ্ধে কোনো অস্ত্র এই মুহূর্তে মানুষের হাতে নেই। অর্থাৎ এখনো পর্যন্ত করোনার কোনরকম প্রতিষেধক আবিষ্কার হয়নি। এই মুহূর্তে বিভিন্ন পদক্ষেপের মধ্যে দিয়েই করোনাকে রুখে দেবার একটা চ্যালেঞ্জ নেওয়া হয়েছে। এবার দেখা যাক দেশের সাধারণ মানুষ ও সরকারের পক্ষ থেকে যে চ্যালেঞ্জ নেওয়া হয়েছে, তা শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!