এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা >  বিজেপির যুব নেতাকে পিটিয়ে খুন, তৃণমূলের দিকে আঙুল তুলে বদলা নেওয়ার হুঁশিয়ারি মুকুল পুত্র শুভ্রাংশুর

 বিজেপির যুব নেতাকে পিটিয়ে খুন, তৃণমূলের দিকে আঙুল তুলে বদলা নেওয়ার হুঁশিয়ারি মুকুল পুত্র শুভ্রাংশুর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের সময় যত এগিয়ে আসছে, ততই রাজ্যে রাজনৈতিক অশান্তি তৈরি হতে দেখা যাচ্ছে। বিজেপির পক্ষ থেকে প্রতিনিয়ত অভিযোগ করা হচ্ছে, তাদের দলের নেতাকর্মীদের ওপর হামলা করছে তৃণমূল কংগ্রেস। সম্প্রতি উত্তর 24 পরগনা জেলার ব্যারাকপুর মহকুমার হালিশহরে প্রকাশ্য দিবালোকে বিজেপির একজন নেতাকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে।

যেখানে স্থানীয় বাসিন্দাদের একাংশ বলছেন, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জন্যই এই ঘটনা ঘটেছে। কিন্তু এই ব্যাপারে অন্য দাবি করছেন বীজপুরের বিজেপি বিধায়ক শুভ্রাংশু রায়। মুকুল রায়ের পুত্রের দাবি, এই ঘটনার পেছনে তৃণমূল কংগ্রেস জড়িত। এমনকি বিজেপি যুব নেতা খুন হওয়ার পরে বদলা নেওয়ার হুঁশিয়ারি শোনা গেছে তার গলায়। স্বাভাবিকভাবেই শুভ্রাংশুবাবুর গলায় এই ধরনের মন্তব্য প্রকাশ্যে আসার পরে এখন রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনের পরবর্তী সময়কালে শুভ্রাংশু রায় দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগদান করেন। পাশাপাশি তার হাত ধরে হালিশহরে তৃণমূলের একটা বড় অংশ যোগ দেয় ভারতীয় জনতা পার্টিতে। কিন্তু এরপর থেকেই দিলীপ ঘোষের গোষ্ঠীর সঙ্গে শুভ্রাংশু রায়ের অনুগামীদের বিবাদ তৈরি হয়। অভিযোগ, শুভ্রাংশুবাবুকে সেভাবে বিজেপির কোনো কর্মসূচিতে ডাকা হচ্ছিল না।

আর এই পরিস্থিতিতে কিছুদিন আগেই শুভ্রাংশু রায় ঘনিষ্ঠ সৈকত ভাওয়াল একটি বুথের সভাপতি হিসেবে নিযুক্ত হন। শনিবার সকালে তিনি হালিশহরের 6 নম্বর ওয়ার্ডের গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচি পালন করতে গিয়েছিলেন। আর সেই সময়ই কিছু দুষ্কৃতী তার ওপর হামলা করে এবং তাকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ ওঠে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় সৈকতবাবুকে কল্যাণী জেএনএম হাসপাতাল নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। আর এরপর থেকেই একাংশ বলছেন, এই ঘটনার পেছনে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে। যদিও বা, তা মানতে নারাজ বিজেপি নেতা শুভ্রাংশু রায়। গোটা ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলে বদলা নেওয়ার হুঁশিয়ারি শোনা কাছে তার গলায়।

এদিন এই প্রসঙ্গে শুভ্রাংশু রায় বলেন, “তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে। আন্দোলন আরো তীব্র থেকে তীব্রতর হবে। আমি বলতে পারব না আর একটা মায়ের কোল খালি হোক। কিন্তু বদলা হবেই। যার কোল খালি হল, সে ছেড়ে দেবে না।” আর শুভ্রাংশু রায় রেই মন্তব্য এখন নতুন করে বিতর্ক তৈরি করেছে বাংলার রাজনৈতিক মহলে।

তৃণমূলের পক্ষ থেকে প্রশ্ন তোলা হচ্ছে, ক্ষমতায় আসার আগেই যদি এইভাবে বদলা নেওয়ার কথা শোনা যায় বিজেপি নেতাদের গলায়, তাহলে ক্ষমতায় আসলে তারা কি রুপ দেখাতে পারে, তা তাদের এই মন্তব্যের থেকেই পরিষ্কার হয়ে যাচ্ছে। স্বাভাবিক ভাবেই বিজেপি নেতা খুনের ঘটনায় এবার মুকুল রায়ের পুত্র তথা বীজপুরের বিজেপি বিধায়ক শুভ্রাংশু রায়ের মন্তব্যে নতুন করে বিতর্ক সৃষ্টি হল বাংলার রাজনৈতিক মহলে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!