এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > প্রশাসনের সঙ্গে সংঘাতে তৃণমূল! বিডিওকে হুঁশিয়ারি বিধায়কের!

প্রশাসনের সঙ্গে সংঘাতে তৃণমূল! বিডিওকে হুঁশিয়ারি বিধায়কের!

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- দলের কর্মসূচি, দলের গোষ্ঠীদ্বন্দ্ব, এবার তা নিয়েই তৃণমূলের জনপ্রতিনিধি থেকে শুরু করে হেভিওয়েট নেতা, নেত্রীদের কোপের মুখে পড়তে হচ্ছে সরকারি আধিকারিকদের। এবার একই মাঠে তৃণমূলের দুই গোষ্ঠীর সভা হওয়ার কারণে স্থানীয় বিডিওকে হুঁশিয়ারি দিলেন তৃণমূল বিধায়ক চন্দনা সরকার। যাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মালদহের বৈষ্ণবনগর এলাকায়। কিছুদিন আগেই একটি থানার আইসিকে হুঁশিয়ারি দিয়েছিলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। তারপর তার বিরুদ্ধে মামলা হয়েছিল। আর এবার সেই তালিকায় যুক্ত হলেন তৃণমূলের আর এক বিধায়ক।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, এদিন তৃণমূলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পঞ্চায়েতের একটি মাঠে সভার আয়োজন করা হয়েছিল। যেখানে উপস্থিত ছিলেন তৃণমূল বিধায়ক চন্দনা সরকার। কিন্তু তার 50 মিটারের মধ্যেই আর একটি সভা করা হয় তৃণমূলের পক্ষ থেকে। যার জেরে রীতিমতো ক্ষিপ্ত হয়ে ওঠেন তৃণমূল বিধায়ক। যেখানে সভামঞ্চ থেকে সরাসরি বিডিওকে হুঁশিয়ারি দেন তিনি।

এদিন এই প্রসঙ্গে চন্দনা সরকার বলেন, “আমরা 8 দিন আগে মিটিংয়ের অনুমতি নিয়েছিলাম। কিন্তু তারপরেও এইখানে আর একটি মিটিং হয় কি করে! আমি বিডিও সাহেবকে বলে যাচ্ছি, আমি যদি চাই, তাহলে আপনাকে জঙ্গলমহলে পাঠিয়ে দেবো।” স্বাভাবিক ভাবেই গোটা ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!