এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > করোনা থেকে সুস্থ হওয়া ব্যক্তির অ্যান্টিবডি থেকেই মিলতে পারে বাঁচার ওষুধ? ক্রমশ বাড়ছে আশা

করোনা থেকে সুস্থ হওয়া ব্যক্তির অ্যান্টিবডি থেকেই মিলতে পারে বাঁচার ওষুধ? ক্রমশ বাড়ছে আশা

করোনা ভাইরাস গোটা বিশ্বকে এখন ত্রাসের মধ্যে ফেলে দিয়েছে। যত দিন যাচ্ছে, ততই বেগতিক হচ্ছে পরিস্থিতি। এই ভাইরাসের কোনো প্রতিষেধক পাওয়া না যাওয়ায় আরও সমস্যা গ্রাস করেছে। দিনকে দিন মৃত্যু গুনতে হচ্ছে গোটা বিশ্ববাসীকে। আর এই পরিস্থিতিতে এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর কার্যালয়ে স্বস্তির নিঃশ্বাস পড়তে দেখা গেল।

সূত্রের খবর, এবার করোনা ভাইরাস দুর্বলতার জন্য বিজ্ঞানীরা তাদের খোঁজ পেয়ে গিয়েছেন। যার ফলে এই ভাইরাসকে মারা অনেকটাই সহজ হয়ে যাবে বলে মনে করছেন একাংশ। কিন্তু যেখানে এই ভাইরাসের প্রতিষেধক কোথাও পাওয়া যাচ্ছে না, সেখানে কিভাবে তা উদ্ধার করা হল? বিজ্ঞানীদের দাবি, এই করোনার পূর্বসূরী হচ্ছে সার্স।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর সেই মারণ ভাইরাসকে মোকাবিলার জন্য একটি অ্যান্টিবডি থেকেই করোনা ভাইরাসকে মেরে ফেলার পরিকল্পনা নেওয়া হয়েছে। জানা গেছে, গত 2000 সালে এই সার্স মহামারীর সময় যে সমস্ত ব্যক্তি বেঁচে গিয়েছিলেন, তার মধ্যেই একজনের শরীর থেকে সিরাম নেওয়া হয়েছিল। আর সেই সিরাম থেকেই করোনা ভাইরাসকে দুর্বল করার জন্য ইঙ্গিত পাওয়া গেছে বলে দাবি করছেন বিশেষজ্ঞরা।

ইতিমধ্যেই তা পরীক্ষামূলক ভাবে ব্যবহার করে সফলতা মিলেছে। আর এই ব্যাপারটি এখন সামনে আশায় যদি সার্স মহামারী মারবার জন্য যে প্রতিষেধক ব্যাবহার হয়েছিল, তা যদি করোনা মহামারী মারতে ব্যবহৃত হয়, তাহলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা বড়সড় জয় হবে মত বিশ্লেষকদের। এখন শেষ পর্যন্ত গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, আদৌ করোনাকে বধ করতে এই প্রতিষেধক সাফল্য পায় কিনা, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!