এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > অমিত শাহকে চিঠি দিলেন অধীর চৌধুরী, কারণ ঘিরে তৈরি গুঞ্জন!

অমিত শাহকে চিঠি দিলেন অধীর চৌধুরী, কারণ ঘিরে তৈরি গুঞ্জন!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সম্প্রতি বাংলায় এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছেন, সিএএ লাগু হবেই। এমনকি বিজেপি নেতা কর্মীরাও এই দাবি করতে শুরু করেছেন। আর এই পরিস্থিতিতে এবার গোটা বিষয় নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিলেন লোকসভার কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। যেখানে সংশোধিত নাগরিকত্ব আইন বাতিল করার আবেদন জানিয়েছেন তিনি। স্বভাবতই অধীর চৌধুরীর এই চিঠিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সূত্রের খবর, এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে একটি চিঠি লেখেন অধীর রঞ্জন চৌধুরী। যেখানে তিনি লেখেন, “দু বছরের বেশি সময় পেরিয়ে গিয়েছে। আপনি সিএএ নামক অসুস্থ চিন্তাসম্পন্ন আইন পাশ করেছেন। তবুও আপনি এর অন্তর্নিহিত এবং প্রকাশ্য অসাংবিধানিকতার কারণে বাস্তবায়িত করতে সক্ষম হননি। সেই কারণেই পাকিস্তানি হিন্দু প্রত্যাবর্তনকারী আশাহত হয়ে সেই দেশে ফিরে যাচ্ছেন। এই কঠোর আইনটি কার্যকর করা যায় না। কারণ এটি একটি নির্দিষ্ট সম্প্রদায়কে নিশানা করেই তৈরি।”

বিশেষজ্ঞদের মতে, অধীর চৌধুরীর এই চিঠি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যেখানে বিজেপির পক্ষ থেকে সিএএ নিয়ে নানা দাবি করা হচ্ছে, সেখানে সেই আইন যাতে লাগু করা না হয়, তার জন্য আবেদন করে বসলেন লোকসভার কংগ্রেসের দলনেতা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!