এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > বসে থাকার দিন শেষ, দলীয় বৈঠকে কড়া টনিক অমিত শাহের!

বসে থাকার দিন শেষ, দলীয় বৈঠকে কড়া টনিক অমিত শাহের!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বিধানসভায় পরাজিত হওয়ার পর থেকেই কার্যত মুষড়ে পড়েছে রাজ্য বিজেপি। এক নেতা অপর নেতার বিরুদ্ধে মন্তব্য করছেন। আর এই পরিস্থিতিতে বঙ্গ বিজেপির সঙ্গে বৈঠক করে কড়া বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুঝিয়ে দিলেন, এখন নিজেদের মধ্যে গন্ডগোল করার সময় নয়। যদি লক্ষ্যে পৌঁছতে হয়, তাহলে আন্দোলন একমাত্র রাস্তা।

সূত্রের খবর, এদিন বঙ্গ বিজেপির গুরুত্বপূর্ণ নেতা নেত্রী থেকে শুরু করে বিধায়ক এবং সাংসদদের নিয়ে একটি বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। যেখানে বর্তমানে আরও বেশি করে আন্দোলন করতে হবে বলে জানিয়ে দেন তিনি। পাশাপাশি যারা চুপচাপ করে বসে রয়েছেন, তাদেরকেও কড়া বার্তা দিয়েছেন অমিত শাহ। এদিন এই প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “বিজেপির ওপরে বাংলার মানুষের যে আস্থা রয়েছে, তা শিলিগুড়ির সভাতেই বুঝতে পেরেছি. মানুষের সেই আস্থার সম্মান দিয়ে লড়াই চালিয়ে যেতে হবে. বিরোধী দলে থাকলে অবশ্যই লড়াই করতে হবে. যারা লড়াই করতে ভয় পাচ্ছেন, তারা বাড়িতে বসে থাকুন।”

বিশেষজ্ঞরা বলছেন, অমিত শাহ বুঝতে পেরেছেন, পশ্চিমবঙ্গে বিজেপির লড়াইয়ের খামতি রয়েছে। আর সেই কথা বলেই বঙ্গ বিজেপিকে আরও তৎপরতার সহকারে কাজ করার পরামর্শ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের। ‌

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!