এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > করোনা আবহে এই ৩ জেলাই ঘুম ওড়াচ্ছে রাজ্যের! শুরু বিশেষ প্রশাসনিক পদক্ষেপ

করোনা আবহে এই ৩ জেলাই ঘুম ওড়াচ্ছে রাজ্যের! শুরু বিশেষ প্রশাসনিক পদক্ষেপ


রাজ্যজুড়ে ইতিমধ্যেই করোনার ভয়াবহতার কারণে আতঙ্কিত রাজ্যবাসী। পশ্চিমবঙ্গ রাজ্যের প্রায় প্রতিটি জেলাতেই কমবেশি করোনা রোগীর সন্ধান মিলেছে। এই পরিস্থিতিতে বেড়ে যাচ্ছে কন্টাইনমেন্ট জোনের সংখ্যা। পরিস্থিতির ভয়াবহতাকে নজরে রেখে রাজ্য স্বাস্থ্য দপ্তর অতিমাত্রায় চিন্তিত হয়ে পড়েছে বলে খবর। অন্যদিকে করোনা পরিস্থিতিকে দ্রুত আয়ত্তে আনতে রাজ্যজুড়ে চলছে লকডাউন। কিন্তু তার মধ্যেই যেভাবে পরিস্থিতি আরো বিগড়ে যাচ্ছে, তা স্বাভাবিকভাবেই চিন্তায় ফেলছে রাজ্য সরকারকে।

এখনো পর্যন্ত সবথেকে বেশি করোনা সংক্রমিত জেলা হিসেবে চিহ্নিত হয়েছে কলকাতা। কিন্তু তার সাথে রাজ্যের অন্য যে জেলাগুলি উল্লেখযোগ্যভাবে করোনা আক্রান্তের নিরিখে শীর্ষে অবস্থান করছে, সেগুলি হল- উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং হুগলি। আপাতত এই তিনটি জেলাতে করোনা পরিস্থিতির ওপর নজরদারি চালানোর জন্য কমিউনিটি মেডিসিন বিভাগের চিকিৎসক শিক্ষকদের নিয়ে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে। উপরিউক্ত তিনটি জেলায় কন্টাইনমেন্ট এলাকাগুলিতে নজরদারি চালানোর জন্য স্বাস্থ্য ভবনের তরফ থেকে চারজন করে কমিউনিটি মেডিসিন বিভাগের চিকিৎসক শিক্ষকদের নিয়ে দল গঠন করা হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রতিটি কন্টাইনমেন্ট জোনে গিয়ে তাঁরা তথ্য সংগ্রহ করবেন এবং পাশাপাশি  সংক্রমণ আটকানোর জন্য নির্দিষ্ট পদ্ধতি সম্পর্কে অবহিত করবেন স্বাস্থ্য ভবনকে বলে জানা গেছে। কন্টাইনমেন্ট জোনগুলিতে কিভাবে করোনা ছড়িয়ে পড়েছে, কারা কারা আক্রান্ত হয়েছেন ইতিমধ্যে, কারা ভবিষ্যতে আক্রান্ত হতে পারেন এবং এই সংক্রমণ আটকাতে পরীক্ষা কীভাবে করা উচিত, কোন কোন বিষয়গুলোর ওপর পর্যবেক্ষণে জোর দেওয়া উচিত সে ব্যাপারে সম্পূর্ণ আলোকপাত করবেন বিভিন্ন মেডিক্যাল কলেজের চিকিৎসক শিক্ষকদের নিয়ে গঠিত এই দল।

সূত্রের খবর, এই দলে রয়েছেন কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের চিকিৎসক শিক্ষক। এছাড়াও বর্ধমান মেডিকেল কলেজ, ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ, সাগর দত্ত মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের চিকিৎসক শিক্ষক আছেন এই দলে। সূত্রের খবর, রবিবার পর্যন্ত পশ্চিমবঙ্গের করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 1939। 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন 153 জন। এখনো পর্যন্ত মারা গেছেন 113 জন।

এছাড়াও আরও 72 জন মৃত হয়েছেন গত 24 ঘন্টায়। যদিও তাঁদেরকে পজেটিভ কো মর্বিডিটিতে মৃত বলে জানা গেছে। এবং গত 24 ঘণ্টায় রোগমুক্ত হয়েছেন 45 জন। তবে এই মুহূর্তে আশার খবর একটাই। জানা যাচ্ছে, করোনা যুদ্ধে ক্রমশ ঘুরে দাঁড়াচ্ছে কলকাতাসহ গোটা বাংলা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে পাওয়া খবর অনুযায়ী, গত পাঁচ দিনে দেশের অন্যান্য জায়গার তুলনায় উল্লেখযোগ্য উন্নতি করেছে পশ্চিমবঙ্গ এবং শহর কলকাতা। আপাতত সুদিনের আশাতেই দিন গুনছে রাজ্যবাসী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!