এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > ডায়মন্ড-হারবারে ‘দিনে-ডাকাতি’!

ডায়মন্ড-হারবারে ‘দিনে-ডাকাতি’!


লালমোহন বাবুর ভাষায় এযেন ডায়মন্ড হারবারে দিনে ডাকাতি! দিনে দুপুরে ঘটক সেজে বাড়িতে ঢুকে ছিনতাই করার চেষ্টা করে ধরা পড়ল এক দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার ডায়মন্ড হারবার পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রানি দের সাথে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।
সরকারি চাকুরে ছেলের বিয়ে দেওয়ার জন্য অনেকদিন ধরেই পাত্রী খুঁজছিলেন ষাটোর্ধ্ব মা রানি দে। সুপাত্রীর খোঁজে দু’দিন আগে এক ঘটককে তিনি বাড়িতে ডেকেছিলেন। সেদিনই রানি দেবীর গলায় মোটা সোনার হার দেখতে পায় অভিযুক্ত ঘটক। আর সেই লোভে সোমবার বেলা ১১টা নাগাদ বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে আবারও রানি দেবীর বাড়িতে ঢোকে ঘটক এবং তার গলায় ধারালো ছুরি ঠেকিয়ে গলার হার ছিনিয়ে নেয় সে। ছুরির আঘাতে গলায় ক্ষত হয়ে রক্ত বের হতে থাকে মহিলার। সেই সময়ে মহিলার গলার আওয়াজ শুনতে পাওয়ায় স্থানীয়রা জমায়েত হয় এবং অভিযুক্তকে ধরে ফেলে তার গণধোলাই করেন। অভিযুক্তকে পরে পুলিশের হাতে তুলে দেয় উত্তেজিত জনতা। উদ্ধার হয় ছিনতাই হওয়া সোনার হারটিও।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!