এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > বিজেপি বড়লোকের দালাল, গরীব মানুষের জন্য কিছু করে না: হুঙ্কার তৃণমূল নেতার

বিজেপি বড়লোকের দালাল, গরীব মানুষের জন্য কিছু করে না: হুঙ্কার তৃণমূল নেতার

রাজ্যে কি প্রধান বিরোধী জায়গাটা কংগ্রেস বা বামফ্রন্টের থেকে ক্রমশ ছিনিয়ে নিচ্ছে বিজেপি? তৃণমূল নেতাদের আজকালকার আক্রমণের অভিমুখ দেখে এ কথা মনে হতে বাধ্য। আর এব্যাপারে যদি কেউ অগ্রগণ্য হন তাহলে তিনি হলেন তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মন্ডল। তাঁর নেতৃত্ত্বে বোলপুর ডাকবাংলো মাঠে তৃণমূলের ব্লকভিত্তিক জনসভায় উপস্থিত নেতা, মন্ত্রীদের মূল বক্তব্যের বিষয় ছিল বোলপুরে শিবপুর মৌজার জমি আন্দোলন। তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডলের বক্তব্যেও ঘুরে ফিরে বারবার এল শিবপুরের কথা। তিনি তাঁর বক্তব্যের মাধ্যমে বিপক্ষ দল সিপিএমকে সতর্ক করে বলেন যে বীরভূমের উন্নয়নের পথে যেকেনো বাধাকেই তিনি ছেড়ে কথা বলবেন না। বিজেপিকেও কটাক্ষ করে বলেন, বিজেপি বড় লোকের দালাল, গরীব মানুষের জন্য কিছু করে না।
কয়েক দিন আগে শিবপুর মৌজার সাবিরগঞ্জে অনিচ্ছুক জমিদাতাদের সভা ঘিরে তেতে ওঠে সাবিরগ়ঞ্জ। বিজেপি কর্মী-সমর্থকদের মারধর, বিরোধী নেতাদের হুমকির পাশাপাশি পুলিশকে সময় বেঁধে দিয়ে বিতর্কে জড়ান অনুব্রত। এর আগেও শিবপুর মৌজায় চাষিদের একাধিক আন্দোলন হলেও, কোনও ক্ষেত্রেই অনুব্রতর কাছে থেকে তেমন কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিপক্ষ দলগুলির মতে, শিবপুরের জমি আন্দোলনে ভয় পেয়েই পঞ্চায়েত ভোটের আগে সুর চড়াচ্ছেন তৃণমূলের জেলা নেতৃত্ব। যদিও স্থানীয় শাসকদলের নেতৃত্ত্বের মতে ইটা অপপ্রচার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!