এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > পাহাড়ের রাজনীতিতে আরো কোনঠাসা করে দেওয়া হল বিমল গুরুঙ্গকে

পাহাড়ের রাজনীতিতে আরো কোনঠাসা করে দেওয়া হল বিমল গুরুঙ্গকে

এ বার বিমল গুরুঙ্গের খাসতালুক তাঁর স্ত্রী আশাকে, দার্জিলিং সদর সমষ্টির দায়িত্ব থেকে সরিয়ে দিল গোর্খা জনমুক্তি মোর্চা। দলীয় বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় যে আশার জায়গায় আনা হবে দার্জিলিং পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লাকপা শেরিংকে। তিনি বিনয় তামাঙ্গের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত। রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা, বিমল-আশা পর্যায়ের ‘কফিনে’ এর ফলে শেষ পেরেকটা পুঁতে দেওয়া হল।
নানান মামলায় জড়িত গুরুং দম্পত্তি এত দিন পর্যন্ত সবার কাছ থেকে আত্মগোপন করে ছিলেন। কিন্তু কিছুদিন আগেই আশা তাঁদের পদচুত্য করবার ষড়যন্ত্রের বিবৃতি দেবার পরই মোর্চায় এই রদবদল, যদিও এই বদল নিয়ে কট্টরপন্থীরা এখনো তাঁদের মুখ খুলতে চায়নি। এ দিনই জিটিএ-র কেয়ারটেকার বোর্ডের চেয়ারম্যান বিনয় তামাং কয়েকটি স্কুল ও বিটি কলেজ পরির্দশনে যান। তিনি এই কলেজের শুভ কামনার জন্য নানা বক্তব্য পেশ করেন এবং তিনি এই সমস্যাগুলোকে মুখ্যমন্ত্রীর সামনে আনবেন বলে কথাও দেন। এর পরেই তিনি জানান, যে আগামী দিনে গোর্খাল্যান্ডের দাবিতে যেন শিক্ষা পিছিয়ে না পরে সেই দিকেও তিনি নজর রাখবেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!