এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ” টি এম সি যাকে স্নেহ দিয়ে বড় করল। সে আজ বড় তোলাবাজ। সে এখন বিজেপি করে। ” নাম না নিয়েও শুভেন্দুকে আক্রমণ মমতার

” টি এম সি যাকে স্নেহ দিয়ে বড় করল। সে আজ বড় তোলাবাজ। সে এখন বিজেপি করে। ” নাম না নিয়েও শুভেন্দুকে আক্রমণ মমতার


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ পূর্ব মেদিনীপুরে জনসভা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ পূর্ব মেদিনীপুরে একাধারে তিনটি জনসভা করবেন মুখ্যমন্ত্রী। সম্প্রতি তিনি জনসভা করছেন হলদিয়ার সুতাহাটাতে। এরপর খেজুরির বামনচকে জনসভা করবেন তিনি। তারপর তাঁর জনসভা রয়েছে পাঁশকুড়ার মেচোগ্রামে। হলদিয়ার জনসভা থেকে তিনি সরাসরি নাম না নিয়েও তীব্র ভাষায় আক্রমণ করলেন শুভেন্দু অধিকারীকে।

আজ সরাসরি নাম না নিয়েও শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী জানালেন যে, মেদিনীপুরে কিছু কিছু গদ্দার, মীরজাফর পুষেছিলেন তিনি। যারা পছন্দ না হলেই, জেলে পাঠিয়ে দিত। পাঁশকুড়ার আনিসুরকে জেলে পাঠিয়েছিল। যাকে পছন্দ হতো না, তাকেই জেলে ভরে দিত। এরপর তিনি জানালেন যে, বিজেপির মত বড় তোলাবাজ আর কোথাও নেই। তৃণমূলের যারা তোলাবাজ ছিল, তাঁরা টাকা বাঁচাতে যোগদান করেছেন বিজেপিতে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আগে পূর্ব মেদিনীপুর যেতে গেলে অনুমতি নিতে হতো। এখন আপদ বিদায় হয়েছে তাই বেঁচে গেছেন তিনি। শুভেন্দু অধিকারীকে সরাসরি নাম না নিয়েও কটাক্ষ করে মুখ্যমন্ত্রী জানালেন যে, মেদিনীপুরে কিছু গদ্দার, মীরজাফর ছিল যাদের তিনি পুষেছিলেন। এরা পছন্দ না হলেই জেলে পুরে দিত। তৃণমূল যাকে স্নেহ দিয়ে বড় করে, সেই আজ সবচে বড় তোলাবাজে পরিণত হয়েছে। সে এখন বিজেপি করে। টাকা বাঁচাতে, জেল থেকে বাঁচতে বিজেপিতে যোগদান করেছে।

এরপর বিজেপিকে প্রবল কটাক্ষ করে তিনি জানালেন যে, গোটা ভারতের জন্যই বিজেপি হলো একটা জঘন্য দল। তিনি জানালেন পিএম কেয়ারের নাম করে টাকা তোলে বিজেপি। আর করোনার ইনজেকশন পায় না মানুষ। আবার করোনা বেড়েছে। বিজেপি বিহারের ভোটের আগে ইনজেকশন দেওয়ার কথা বলেছিল। কিন্তু এখন আর নেই। তিনি জানান, বিজেপি একটা জঘন্য দল। যে দল মানুষ খুন করে, জঘন্য কাজ করে থাকে।

এরপর জনগণের উদ্দেশ্যে তিনি জানালেন যে, সাতাশে মার্চ প্রথম গোলটা এমন করে মারতে, যাতে বিজেপি যেন মাঠের বাইরে চলে যায়। তিনি জানান, বহিরাগত গুন্ডাদের চায়না বাংলা। মা বোন সকলকে হাতা- খুন্তি নিয়ে এগিয়ে যেতে বললেন তিনি। তাদের উদ্দেশ্যে তিনি জানালেন যে, বহিরাগত গুন্ডাদের যদি দুটো থাপ্পর মারতে পারেন তাঁরা, তবে কেউ আর অন্যায় করবে না। জনগণের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী জানালেন, ইঞ্চিতে ইঞ্চিতে যুদ্ধ হবে, খেলা হবে, ২৯৪ টি কেন্দ্রে তিনিই প্রার্থী।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!