এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ভোট বাজারে মানুষকে কাছে টানতে এবার তৃণমূলে যোগ হিট তারকা জুটির, জল্পনা তুঙ্গে

ভোট বাজারে মানুষকে কাছে টানতে এবার তৃণমূলে যোগ হিট তারকা জুটির, জল্পনা তুঙ্গে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভার নির্বাচনে তৃণমূল-বিজেপির লড়াই তুঙ্গে। একইসাথে উভয় দলেই দেখা গিয়েছে টলিউডের তারকা যোগ। আর সেদিক থেকে বলা যায় এবারের বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে টলিউড আড়াআড়িভাবে দ্বিখন্ডিত। গেরুয়া শিবিরে যেভাবে দলে দলে তারকা যোগ দিয়ে চলেছেন, ঠিক সেভাবেই তৃণমূলেও নজরে আসছে তারকা যোগ। রাজনৈতিক মহলের অনেকেরই দাবি, বিগত কয়েক দিন যাবত রাজ্য রাজনীতিতে এত তারকার ভিড় বেড়েছে, যা আগে কখনো দেখা যায়নি।

রুপোলি তারকাদের সমাবেশে তৃণমূলে যোগ দিয়েছেন যেমন সায়ন্তিকা, কৌশানি, দীপঙ্কর দের মতন অভিনেতা-অভিনেত্রীদের, ঠিকসেরকমই গেরুয়া শিবিরে পার্নো মিত্র, শ্রাবন্তী, যশ দাশগুপ্তের মতন অভিনেতাদের দেখা যাচ্ছে। তবে ভোট যখন শিয়রে, ঠিক সেইসময় আরও একটি চমক দিতে চলেছে শাসকদল তৃণমূল। জানা গিয়েছে, এবার তৃণমূল শিবিরে যোগ দিতে চলেছেন টেলিভিশনের হিট জুটি নীল ভট্টাচার্য এবং তৃণা সাহা। সূত্রের খবর, শনিবার তৃণমূলে যোগ দিচ্ছেন তাঁরা। দীর্ঘদিন ধরেই তৃণা সাহা এবং নীল ভট্টাচার্যের তৃণমূলে যোগ দেওয়া নিয়ে চলছে জল্পনা। তবে তাঁদের সাথে তৃণমূলের যোগ প্রথম নজরে আসে যখন নীল-তৃণার বিয়েতে উপস্থিত হন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তখন থেকেই জল্পনার সূত্রপাত। নীল-তৃণার জমকালো বিয়ের অনুষ্ঠান নিয়েও অনুরাগীদের মধ্যে ব্যাপক চর্চা হয়েছিল। বিয়ের আমন্ত্রণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পৌঁছে গিয়েছিলেন, তাতে রীতিমতো আবেগতাড়িত হয়ে পড়েন নীল এবং তৃণা। আর এবার নীল তৃণা জুটি ঘাসফুল শিবিরে যোগদান করে তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায়ের হাত শক্ত করতে আসছেন বলে মনে করা হচ্ছে। অন্যদিকে কিছুদিন আগেই বিজেপিতে যোগ দিয়েছেন মিঠুন চক্রবর্তী। তাঁর প্রার্থী হওয়া নিয়ে চলছিল জল্পনা। তবে মনে করা হচ্ছে, মিঠুন চক্রবর্তী প্রচারে থাকলেও প্রার্থী হচ্ছেন না। পাশাপাশি কয়েকদিন আগেই তৃণমূলে যোগ দিয়েছিলেন বনি-কৌশানি জুটির কৌশানি।

এমনকি তিনি প্রার্থীও হয়েছেন এবার। এর পরেই বিজেপিতে যোগদান বনির। এই নিয়ে চর্চাও চলছে। বনি সেনগুপ্তর মা আবার তৃণমূলের অন্যতম নেত্রী। পাশাপাশি তৃণমূলে এবার রাজ চক্রবর্তী, লাভলীর মতো অভিনেত্রী, পরিচালক, অদিতি মুন্সির মতো গায়িকা যোগ দিয়ে প্রার্থী হয়েছেন। আবার তনুশ্রী, শ্রাবন্তী, রুদ্রনীলের মতন রুপোলি পর্দার হিট তারকা বিজেপিতে যোগ দিয়ে প্রার্থী হয়েছেন। সব মিলিয়ে এবারের বিধানসভা নির্বাচনে সাধারণ মানুষের হাতের কাছে পৌঁছে যাবেন রূপোলি পর্দার তারকা অভিনেতা অভিনেত্রীরা। সেক্ষেত্রে তারকাদের মাধ্যমে মানুষের মন জয়ে কোন দল এগিয়ে থাকে সেটাই দেখার।

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!