এখন পড়ছেন
হোম > রাজ্য > মালদা-মুর্শিদাবাদ-বীরভূম > বীরভূমে দুধকুমারকে আটকাতে গোবর লেপা থেকে শুরু করে অশ্লীল ভাষার অভিযোগ, মানতে নারাজ তৃণমূল

বীরভূমে দুধকুমারকে আটকাতে গোবর লেপা থেকে শুরু করে অশ্লীল ভাষার অভিযোগ, মানতে নারাজ তৃণমূল


প্রতি নির্বাচনের আগেই বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে চলে আসেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। এবারেও তার কোনো ব্যতিক্রম ছিল না। যা নিয়ে বিরোধীদের তরফ সেই অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে একাধিক অভিযোগ করা হয়েছিল। কিন্তু এবার সেই অনুব্রত মণ্ডলের দল তৃনমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপি সম্পর্কে অশ্লীল ভাষা প্রয়োগের অভিযোগ ওঠায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হল বীরভূমে।

জানা গেছে, বীরভূমের দুবরাজপুর পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের কুলুপাড়ায় বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দুধকুমার মন্ডলের সমর্থনে একাধিক দেওয়াল লিখন করা হয়েছিল। অভিযোগ, সোমবার বাংলা নববর্ষের দিনে সেই দুধকুমার মন্ডলের নামটি গোবর দিয়ে লেপে দেওয়া হয়েছে। এমনকি অন্য একটি দেওয়াল লিখনে বিজেপি সম্পর্কে অশ্লীল ভাষা প্রয়োগ করা হয়েছে বলে জানা গেছে।

আর যে ঘটনায় বিজেপির পক্ষ থেকে অভিযোগের তীর ছোড়া হয়েছে শাসক দল তৃণমূলের দিকেই। তবে এটা প্রথম নয়, এর আগেও সাঁইথিয়ায় বিজেপির বিরুদ্ধে তৃণমূলের দেওয়াল লিখনে গোবর লেপে দেওয়া এবং পরে মহম্মদবাজারে একে অপরের দেওয়াল লিখন মুছে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে।

আর এবার বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দুধকুমার মন্ডলের নাম গোবর লেপে দিয়ে মুছে দেওয়ার তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এদিন এই ব্যাপারে তৃণমূলের বিরুদ্ধে সরব হয়ে শহর বিজেপির সভাপতি সন্দীপ আগরওয়াল বলেন, “আসলে তৃণমূল ভয় পেয়েছে তাই এরকম করছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

নববর্ষের দিনে যেসব ভাষা ওরা দেওয়ালে লিখেছে, তা সত্যিই লজ্জাজনক।” অন্যদিকে তৃণমূল এইসব করে মানুষের মন থেকে কোনোভাবেই বিজেপিকে সরাতে পারবে না বলে জানান বীরভূম জেলা বিজেপির সাধারণ সম্পাদক কালোসোনা মন্ডল। তবে তৃণমূল অবশ্য এই সমস্ত অভিযোগকে সম্পূর্ণরূপে অস্বীকার করেছে। এদিন এই প্রসঙ্গে দুবরাজপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তৃনমূলের পীযুষ পান্ডে বলেন, “বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটেছে। ওরা তৃণমূলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব ঢাকবার চেষ্টা করছে।”

এদিকে বিজেপির দেওয়াল লিখনে গোবর দিয়ে লেপে দেওয়া এবং অশ্লীল শব্দ প্রয়োগ করায় যখন তৃণমূলের বিরুদ্ধে সর্বোচ্চ গেরুয়া শিবির, ঠিক তখনই রবিবার বীরভূমের সিপিএম প্রার্থী রেজাউল করিমকে প্রচারে বাধা দেওয়ার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল।

সূত্রের খবর, বাম প্রার্থীর প্রচারে বাধা দেওয়ার অভিযোগে এদিন পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে। তবে প্রত্যেকের বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় মামলা থাকায় বিচারক 5 জনকেই জামিন দিয়েছেন বলে জানান সরকারি আইনজীবী রাজেন্দ্রপ্রসাদ দে। তবে পুলিশের তরফে এই ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হলেও এই ব্যাপারে খুশি নন বীরভূম লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী রেজাউল করিম।

এদিন তিনি বলেন, “রবিবার আমি অনুমতি নিয়ে প্রচারে যাওয়ার পরও পুলিশ সেখানে ছিল না। পুলিশ তাদের গ্রেফতার করেছে ঠিকই। কিন্তু যে ধারা দিয়েছে তাতে তারা জামিন পেয়ে গেছে। আমি এতে খুশি হব কি করে!” সব মিলিয়ে শাসক-বিরোধী অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম বীরভূমের রাজনীতি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!