এখন পড়ছেন
হোম > জাতীয় > যেকোনো মূল্যে অধীর চৌধুরীকে হারানোর কথা সোজাসুজি জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

যেকোনো মূল্যে অধীর চৌধুরীকে হারানোর কথা সোজাসুজি জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়


একদা কংগ্রেসের শাহেনশা বলে পরিচিত মুর্শিদাবাদ জেলায় ঘাসফুল ফোটাতে দলীয় পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছিল তৃণমূলের হেভিওয়েট নেতা শুভেন্দু অধিকারীকে। আর যতবারই জেলায় এসেছেন শুভেন্দুবাবু ততবারই অধীর চৌধুরীকে হারানোর জন্য দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে আহবান জানিয়েছেন তিনি। আর এবার লোকসভা নির্বাচনের দামামা বাজার পর মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই মুর্শিদাবাদের মাটিতে পা রেখেই অধীর চৌধুরীকে হারানোর কথা শোনালেন।

সূত্রের খবর, সোমবার নববর্ষের দুপুরে বেলডাঙ্গার নির্বাচনী জনসভায় নাম না করে কংগ্রেসের অধীর চৌধুরীকে আক্রমন করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “এখানকার এক বড় নেতা সকালে বিজেপি, বিজেপি দুপুরে কংগ্রেস আর সন্ধ্যায় সিপিএম। আপনাদের এখানে রাজ্য সরকার অনেক উন্নয়ন করেছে। তা সত্ত্বেও আমরা এখানে কোনো এমপি পাইনি। এবার অপূর্ব সরকারকে প্রার্থী করেছি। ডেভিড দীর্ঘদিনের কংগ্রেসের এমএলএ ছিলেন। বিধায়ক পদ ছেড়ে দিয়ে ও ভোটে লড়ছে। তাই ডেভিড জিতলে বহরমপুর যা চাইবে তাই পাবে।”

জানা যায়, এদিন তৃণমূল নেত্রীর এই সভায় উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের পর্যবেক্ষক তথা রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী, মুর্শিদাবাদ জেলা তৃণমূল সভাপতি সুব্রত সাহা, জেলা তৃণমূলের সহ-সভাপতি অশোক দাস, জেলা পরিষদের সভাধিপতি মোশারফ হোসেন মন্ডল, বেলডাঙা পুরসভার চেয়ারম্যান ভরত ঝাওয়ার, বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অপূর্ব সরকার সহ অন্যান্যরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিনের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল আক্রমণের কেন্দ্রবিন্দুতেই ছিল কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী এবং বিজেপি। এদিন তিনি বলেন, “একদিন কংগ্রেস ছেড়ে বেরিয়ে এসেছি। কারণ ওরা সিপিএমের সঙ্গে আঁতাত করে চলত। যদি কংগ্রেস থেকে বেরিয়ে না আসতাম, তাহলে সিপিএমকে তাড়াতে পারতাম না। আজকে আরএসএসের টাকার থলি নিয়ে কংগ্রেস প্রার্থীদের জেতাতে কেউ কেউ আসরে নেমেছে। বিজেপির হয়ে অনেকে প্রচার করছে। সীমান্তে কোনো সমস্যা হলে আপনারা জানান।”

অন্যদিকে ধর্ম নিয়ে মানুষের মধ্যে বিজেপি বিভাজন সৃষ্টি করছে বলেও এদিন গেরুয়া শিবিরকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “নববর্ষের রাতে কালী পুজো দেওয়ার সময় পুরোহিতকে বলেছি আমার গোত্র হল মা মাটি মানুষ। আমাদের ধর্ম উদার। আমরা সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাস করি। কংগ্রেস সিপিএম ও বিজেপি একসাথে মিলে বাংলার সর্বনাশ করতে চাইছে। কংগ্রেস যেন আর বেশি অহংকার না করে। এখন তৃণমূলও সর্বভারতীয় দল। এখন তৃণমূল সকলের বটবৃক্ষ।”

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বিজেপি অপেক্ষা মুর্শিদাবাদে কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরীকে সরানোই মূল চ্যালেঞ্জ তৃণমূলের কাছে। আর তাইতো সেই মুর্শিদাবাদে দলীয় প্রার্থীর নির্বাচনী জনসভায় যোগ দিয়ে অধীর রঞ্জন চৌধুরীকে হারানোর জন্য সকলকে এক হয়ে লড়াই করার কথা বললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে মত বিশেষজ্ঞদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!