এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > কবে মিটবে দলীয় কোন্দল ? বিজেপির অস্বস্তি নিয়ে মুখ খুললেন দিলীপ !

কবে মিটবে দলীয় কোন্দল ? বিজেপির অস্বস্তি নিয়ে মুখ খুললেন দিলীপ !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- উপ নির্বাচনে পরাজয়ের পর দলের অস্বস্তি আরও বেড়েই চলেছে। বিভিন্ন নেতা থেকে শুরু করে সাংসদরা প্রকাশ্যে দলের বিরুদ্ধে মুখ খুলছেন। অনেকে আবার ইস্তফা দিতে শুরু করেছেন। আর এই পরিস্থিতিতে দলীয় কোন্দল নিয়ে মুখ খুললেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। সূত্রের খবর, এদিন এই ব্যাপারে দিলীপ ঘোষকে একটি প্রশ্ন করা হয়।

আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই বিজেপি নেতা বলেন, “রাজ্যে ভোট পরাজয়ে কর্মীদের মনে ক্ষোভ তৈরি হয়েছে। নতুন সংগঠন হওয়ায় অনেকেই মূল দায়িত্ব থেকে বাদ পড়েছেন। সেখানেও ক্ষোভের জায়গা তৈরি হয়েছে। তবে সাংগঠনিকভাবে আলোচনার মধ্যে দিয়ে কিছুদিনের মধ্যেই সব ঠিক হয়ে।”

বিশেষজ্ঞদের মতে, এই কথা বলে দিলীপ ঘোষ গোটা বিষয়টিকে হালকাভাবে দেখানোর চেষ্টা করলেন। খুব দ্রুত দলীয় কোন্দল মিটে যাবে বলে আশ্বাস দিলেন তিনি। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!