এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > পুরসভায় কাউন্সিলরের বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে মোটা টাকা ‘ঘুষের’ অভিযোগ

পুরসভায় কাউন্সিলরের বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে মোটা টাকা ‘ঘুষের’ অভিযোগ


সম্প্রতি মেয়র পরিষদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে হাওড়া পুরসভায় অস্থায়ী ভিত্তিতে ৬০০ জনকে চাকরি দেওয়া হবে। এ জন্য পুরসভার ৬৬টি ওয়ার্ডের প্রত্যেক কাউন্সিলরকে নিজের এলাকার ৮-১০ জন বেকার যুবক-যুবতীর নামও পাঠাতে বলা হয়েছিল।এর কিছু দিনের মধ্যেই পুরকর্তাদের কাছে অভিযোগ আসতে শুরু করে যে ওই অস্থায়ী চাকরির জন্য হাওড়া পুরসভায় প্রার্থীদের থেকে ২০ হাজার থেকে ২ লক্ষ টাকা পর্ষন্ত ঘুষ চাওয়া হচ্ছে।
হাওড়া পুরসভা সূত্রের খবর, এই অভিযোগ বেশি এসেছে বালির ৫১-৬৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন কাউন্সিলরের নামে। তবে ১-৫০ নম্বর কয়েকটি ওয়ার্ডের মধ্যে থেকেও অভিযোগ জমা পড়েছে। সরাসরি নাম জড়ালো বেশ কয়েক জন কাউন্সিলরের। এর জেরে বিরক্ত মেয়র রথীন চক্রবর্তী স্থগিত করে দিলেন অস্থায়ী ভিত্তিতে কর্মী নেওয়ার পুরো প্রক্রিয়াটাই। পুর কমিশনারকে নির্দেশ দিয়েছেন, প্রার্থী বাছাইয়ে স্বচ্ছতা বজায় রাখতে ওই প্রক্রিয়া আপাতত বন্ধ রাখা হোক।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!