এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ” আমরা নাকি বাংলাকে বুঝি না, বাংলার সংস্কৃতি বুঝি না, যারা বোঝেন দাবি করেন তারা কি হাল করেছেন বাংলার সংস্কৃতির?”- বিস্ফোরক দিলীপ ঘোষ

” আমরা নাকি বাংলাকে বুঝি না, বাংলার সংস্কৃতি বুঝি না, যারা বোঝেন দাবি করেন তারা কি হাল করেছেন বাংলার সংস্কৃতির?”- বিস্ফোরক দিলীপ ঘোষ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  “কু কথায় পঞ্চ মুখ কণ্ঠ ভরা বিষ।” এই শব্দবন্ধের সঙ্গে পরিচয় নেই, এমন বাঙালির সংখ্যা নিতান্তই বিরল। আর এই শব্দবন্ধই যেন আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্য রাজনীতির ললাট লিখন হয়ে উঠেছে। একাধিক হেভিওয়েট নেতারা তাঁদের প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে সরব হতে গিয়ে ব্যক্তি আক্রমণ থেকেও পিছপা হচ্ছেন না। এরসাথেই কুভাষা, কুবাক্যের ব্যবহার দিন দিন বাড়ছে। আর এই ইস্যুতেই আজ তৃণমূলকে তীব্র কটাক্ষ ও অভিযুক্ত করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ভাষা ব্যবহার প্রসঙ্গে প্রবল আক্রমণ করলেন তিনি রাজ্যের শাসক দল তৃণমূলকে।

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ প্রশ্ন করেছেন যে, বারবার বলা হয়ে থাকে তাঁরা নাকি বাংলাকে বোঝেন না, তাঁরা নাকি বাংলার সংস্কৃতি বোঝেন না, তাহলে যারা বাংলার সংস্কৃতি বোঝেন বলে দাবি করেন, তাঁরা কি অবস্থা করেছেন বাংলার সংস্কৃতির? তিনি আরো প্রশ্ন করেছেন যে, কি ভাষায় কথা বলছেন মুখ্যমন্ত্রী? কি ভাষায় কথা বলছেন ভাইপো? এরপরই তিনি কটাক্ষ করলেন যে, ঝাড় তো একটাই, বাশ শুধু আলাদা আলাদা।

এরপর শাসকদল তৃণমূলকে তীব্র কটাক্ষ করে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানালেন যে, এতদিন কোথায় জল দিয়েছেন? সেটা এখন বুঝতে পেরেছেন রাজ্যের মানুষ। পশ্চিমবঙ্গের মানুষের ভাবা প্রয়োজন যে, কাদের ক্ষমতায় নিয়ে আসা হয়েছে? তিনি অভিযোগ করেছেন যে, ভালো জামা কাপড় পড়ে, ভাল কথা বলে যারা একদিন ক্ষমতায় বসে ছিলেন, এখন তাদের আসল দাঁত সামনে বেরিয়ে পড়েছে। তাদের আসল রূপ দেখতে পাচ্ছে বাঙালি। তিনি প্রশ্ন করেছেন, এর চেয়েও কি বেশি কেউ কোনোদিন বাংলাকে অপমান করেছে?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, তৃণমূলে ক্রমশ বাড়ছে বিক্ষুব্ধ নেতা, বিধায়কদের সংখ্যা। যাদের অনেকে দল ছেড়ে দিয়েছেন। এ প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ জানালেন যে, এই দলে কোন ভদ্রলোক থাকতে পারে না, তা তিনি আগেই বলেছিলেন। তাঁর কথাই ঠিক হয়েছে। যারা ভদ্রলোক ছিলেন, তাঁরা দল ছেড়ে চলে আসছেন। যতদিন তাঁরা দলে ছিলেন ততদিন ভালো, আর দল ছেড়ে দিলেই তাঁরা খারাপ। এর জবাব দেওয়ার কাজ মানুষের ওপর ছেড়ে দিয়েছেন তিনি।

এরপর বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানালেন যে, আগামী মে মাসের পর ‘ওনারা’ কোথায় যাবেন? সেটা ভেবে দেখতে। যে ব্যবহার তাঁরা মানুষের সঙ্গে করেছেন, তার প্রতিদান দেবেন মানুষ। মানুষই তার জবাব দেবেন। তিনি জানালেন যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কখনোই ফাঁকা আওয়াজ দেন না, তিনি যা বলেন, সেটা করে দেখান তিনি। তাঁরাও কাজ করে দেখাবেন।

তিনি জানালেন যে, তাঁদের নেতা বলেছিলেন উনিশে হাফ, তাঁরা হাফ করে দিয়েছেন। মানুষ তাঁদের সঙ্গে আছেন। এবারের নির্বাচনে তাঁরা সাফ করে দেবেন। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানালেন যে, নিশ্চিন্তে থাকতে
এটা হবেই। একাধিক রাজ্যে বিজেপি তা করে দেখিয়েছে। বিজেপি যা বলে, তা করে দেখায়। এভাবেই আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে তৃণমূলকে কটাক্ষ ও হুঁশিয়ারি দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!