এখন পড়ছেন
হোম > রাজনীতি > পেগাসাসের হাত থেকে বাঁচতে এবার মন্ত্রীসভার সদস্যদের অতিরিক্ত সতর্ক থাকার নির্দেশ মমতার

পেগাসাসের হাত থেকে বাঁচতে এবার মন্ত্রীসভার সদস্যদের অতিরিক্ত সতর্ক থাকার নির্দেশ মমতার


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সাম্প্রতিককালে সবথেকে বেশি আলোচনা হচ্ছে পেগাসাস কাণ্ড নিয়ে। কার্যত ইজরায়েলি একটি স্পাইওয়্যারের মাধ্যমে দেশের বিভিন্ন ব্যক্তির ওপর ফোনের মাধ্যমে নজরদারি চালানোর একটি ঘটনা প্রকাশ্যে এসেছে। আর তারপরেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা। তার মধ্যে অন্যতম হলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি একুশে জুলাই এর শহীদ মঞ্চেও মমতা বন্দ্যোপাধ্যায় পেগাসাস কান্ড তুলে সরব হয়েছিলেন। দেখিয়েছিলেন তিনি অন্যের নজরদারি থেকে বাঁচতে কিভাবে নিজের ফোন ক্যামেরায় স্টিকিং প্লাস্টার লাগিয়ে রেখেছেন। কার্যত এটি তাঁর প্রতীকি প্রতিবাদ হিসেবে স্বীকৃতি পাচ্ছে।

আর এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পেগাসাসের হাত থেকে বাঁচতে নিজের মন্ত্রীদেরও গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন। বৃহস্পতিবার নবান্নে মন্ত্রীসভার বৈঠক ছিল। আর সেখানেই রাজ্যের মন্ত্রীদের তিনি সতর্ক করে দিয়েছেন বলে জানা গিয়েছে। সূত্রের খবর, এই বৈঠকে মুখ্যমন্ত্রী তাঁর মন্ত্রীসভার সদস্যদের নির্দেশ দিয়েছেন, এবার থেকে জরুরি নির্দেশ বা কাজের জন্য মোবাইল ফোনের ওপর নির্ভরতা কমিয়ে সরাসরি কথা বলে কাজ করার জন্য। এক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি বা আধিকারিকদের সাহায্য নেওয়ার কথাও বলেছেন তিনি। মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়া মাত্রই তা কার্যকর করার ব্যাপারে মন্ত্রীসভার সদস্যরা উঠে পড়ে লেগেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। পাশাপাশি তিনি বলেন, তিনি নিজেও তাঁর দপ্তর পরিচালনার ক্ষেত্রে খুব একটা মোবাইলের সাহায্য নেননা। শুধুমাত্র কোন আধিকারিকের সঙ্গে জরুরি ভিত্তিতে কথা বলতে গেলেই তখন ফোনের ব্যবহার করা হয়। তবে ফোনের মাধ্যমে যাতে অন্য কেউ মুনাফা না নিতে পারে, সে ব্যাপারে সতর্ক থাকার কথা বলেন তিনি। অন্যদিকে রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বরাবরই নিজের দল পরিচালনার ক্ষেত্রে মোবাইলের সাহায্য নেন বলেই জানা যায়। তবে এবার মুখ্যমন্ত্রীর নির্দেশে তিনি তাঁর কর্মপদ্ধতির পরিবর্তন করবেন বলে জানিয়েছেন।

শোভনদেব চট্টোপাধ্যায় জানান, এমার্জেন্সি ফাইল ছাড়ার ক্ষেত্রে তাঁকে ফোন ব্যবহার করতে হয়। যদিও ডকুমেন্টেশন তাঁর কাছে থাকে। কিন্তু এবার থেকে তিনি মোবাইল নির্ভরতা কমানোর চেষ্টা করবেন বলে জানিয়েছেন। সব মিলিয়ে পেগাসাস কান্ড সামনে আসার পর থেকেই সতর্ক হয়ে উঠলেন তৃণমূল নেত্রী এবং তাঁর মন্ত্রীসভা। অন্যদিকে কেন্দ্রীয় সরকারের দিকে অভিযোগ তুললেও এ ব্যাপারে কেন্দ্রীয় সরকার বিরোধীদের যাবতীয় অভিযোগ খারিজ করে দিয়েছে। আপাতত এই পেগাসাস কাণ্ডের রেশ কোন দিকে গড়ায় সেটাই দেখার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!