এখন পড়ছেন
হোম > জাতীয় > কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে আপত্তিকর আচরণের অভিযোগে, এবার বড়সড় শাস্তির মুখে তৃণমূল সাংসদ

কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে আপত্তিকর আচরণের অভিযোগে, এবার বড়সড় শাস্তির মুখে তৃণমূল সাংসদ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল রাজ্যসভায় এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে। গতকাল দুপুর দুটোর সময় পেগাসাস নিয়ে রাজ্যসভায় বক্তব্য রাখতে শুরু করেছিলেন কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণো। অভিযোগ উঠেছে, তিনি তাঁর বক্তব্য শুরু করতেই তাঁর সামনে হঠাৎ ছুটে যান তৃণমূল সাংসদ শান্তনু সেন। তাঁর হাত থেকে বিবৃতির কাগজ ছিনিয়ে নিয়ে ছিঁড়ে ফেলেন তিনি। এই ঘটনায় প্রবলভাবে ক্ষুব্ধ বিজেপি শিবির। তৃণমূল সাংসদ শান্তনু সেনের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস আনার পরিকল্পনা কেন্দ্রীয় সরকারের। এই ঘটনার পর গতকাল অধিবেশন মুলতবি হয়ে যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তৃণমূল সাংসদ শান্তনু সেনের বিরুদ্ধে স্বাধীকার বন্ধের নোটিশ আনতে বৈঠক করেছেন মন্ত্রী প্রহ্লাদ যোশী, রাজ্যসভায় বিজেপির দলনেতা পীযূষ গোয়েল, তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণো, মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, ভি মুরলীধরন। গতকাল এই ঘটনার পর রাজ্যসভা মুলতবি বলে ঘোষণা করেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ। স্বাধিকার ভঙ্গের নোটিশ আনার বিষয়ে রাজ্যসভার চেয়ারম্যান চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। এককভাবে যেমন তিনি সিদ্ধান্ত নিতে পারেন। তেমনি রাজ্যসভার প্রিভিলেজ কমিটির কাছেও বিষয়টি নিয়ে তিনি বৈঠক করতে পারেন। সেক্ষেত্রে এই কমিটির কাছে হাজিরা দিতে নির্দেশ দেয়া হতে পারে তৃণমূল সাংসদ শান্তনু সেনকে।

তাঁকে এর জন্য দুঃখ প্রকাশ বা ক্ষমা চাইতে হতে পারে। আর সেটা না করলে আরও কঠোর শাস্তির মুখে পড়তে হতে পারে তাঁকে। সবকিছু নিয়েই যথেষ্ট সমস্যায় পড়তে চলেছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। ইতিপূর্বে লোকসভার স্পিকার ওম বিড়লা বিশৃংখলার অভিযোগে ৭ জন সাংসদকে একসঙ্গে সাসপেন্ড করেছিলেন। এ বিষয়ে গতকাল তৃণমূল সাংসদ শান্তনু সেন জানিয়েছেন যে, যা বলার তা দলের পক্ষ থেকে বলা হবে। এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চান না। তিনি অভিযোগ করেছেন, গতকাল এ ঘটনার পর কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী তাঁর সঙ্গে অশালীন ভাবে আচরণ করেছেন। তাঁকে শারীরিক হেনস্থা পর্যন্ত করেছেন। এ বিষয়ে একাধিক তৃণমূল সাংসদকে অভিযোগ জানাতে দেখা যায় রাজ্যসভার চেয়ারম্যানের কাছে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!