তৃণমূলের ‘ভাঙন’ নিয়ে বড়সড় ‘ইঙ্গিত’ দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ রাজ্য February 7, 2018 বিজেপি আস্তে আস্তে রাজ্যে শক্তি বাড়াচ্ছে।সম্প্রতি হওয়া উপনির্বাচনেও বিজেপি ভালো ফল করেছে।অন্যদলগুলোতে থাবা বসানোর পাশাপাশি তৃণমূলেও থাবা বসিয়েছে বিজেপি এবার আবার বড়সড় ভাঙ্গন ধরানোর দিকেই ইঙ্গিত করলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। এদিন তিনি বললেন যে তৃণমূল এমন এক দল যা যেকোনো সময়ই ভেঙে যেতে পারে। আর দলের বহু সদস্য একই সাথে দলত্যাগ করলে ও অবাক হওয়ার মতো তিনি কিছু দেখছেন না ।আর তাই রাজনৈতিকমহলে এই নিয়ে জল্পনা তৈরী হয়েছে যে খুব শীঘ্রই তৃণমূলে বড়সড় থাবা বাসাতে চলেছে বিজেপি আর এদিন তারই ইঙ্গিত দিলেন বিজেপি সভাপতি। প্রসঙ্গত সোমবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে ছাত্র – যুব সম্মেলন অন্যতম বক্তা ছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী ।তৃণমূল কংগ্রেসে সবাই নেতা। সবাই সমান গুরুত্বপূর্ণ। লোকে হয়তো ভাবে দিদি একা দল করে। কিন্তু সেই ধারণা একেবারেই ঠিক নয়।তিনি এমনই বার্তা দিলেন ছাত্র ও যুব সমাজকে।বিজেপির বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর , দাঙ্গা বাঁধানোর অভিযোগ প্রসঙ্গেও তিনি বলেন যে ১৯ টি রাজ্যে বিজেপি ক্ষমতায় । কোথাও কোনো দাঙ্গা হচ্ছে না । তিনি আরো দাবি করেন যে জাতপাতের রাজনীতি করেনা বিজেপি। আপনার মতামত জানান -