এখন পড়ছেন
হোম > রাজ্য > DAদয়ার দান,সেটা পঞ্চাশের দশকের ভাবনা দাবি বিকাশরঞ্জন ভট্টাচার্যর

DAদয়ার দান,সেটা পঞ্চাশের দশকের ভাবনা দাবি বিকাশরঞ্জন ভট্টাচার্যর


DA নিয়ে ‘কনফেডারেশন অব স্টেট গভমেন্ট এমপ্লয়িজ’ সংগঠন ছাড়াও সন্তোষকুমার দে নামে রাজ্যের অর্থ দফতরের এক কর্মী একটি মামলা দায়ের করেন। সন্তোষবাবুর আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য এবং ফিরদৌস শামিম বলেন, ”স্টেট আডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল DA নিয়ে যে মন্তব্য করেছিল (ডিএ হল রাজ্য সরকারের দয়ার দান), সেটা ১৯৫০-এর দশকের ভাবনা। DAপাওয়াটা সরকারি কর্মীদের আইনি অধিকার। রাজ্য সরকারও এই নিয়ে ২০০৯ সালে আইন করেছে। ফলে সরকার সেখান থেকে আর কোনও ভাবেই বেরিয়ে আসতে পারে না, বিষয়টি উড়িয়েও দিতে পারে না। এটা দেওয়া সরকারের দায়িত্ব।”পাশাপাশি DA’র অধিকার নিয়ে যুক্তি দিতে গিয়ে বিকাশবাবু বলেন, ‘সেন্ট্রাল প্রাইস ইনডেক্স’ ঠিক করে দেয়, কেন্দ্র এবং রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য DA কত শতাংশ বাড়ানো হবে। সেই অনুযায়ী বছরে দু’বার (জানুয়ারি এবং জুলাইয়ে) DA বাড়ানোর কথা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!