এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > এজেন্সি নিয়ে কতই না অভিযোগ মমতার, “কোর্টে যাচ্ছেন না কেন?” পাল্টা শুভেন্দু!

এজেন্সি নিয়ে কতই না অভিযোগ মমতার, “কোর্টে যাচ্ছেন না কেন?” পাল্টা শুভেন্দু!


 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- কেন্দ্রীয় এজেন্সি তৃণমূলের দুর্নীতির পর্দা ফাঁস করে দিয়েছে জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কতই না রাগ সেই এজেন্সির ওপরে। এখন তিনি বিজেপিকে যত বেশি আক্রমণ করছেন, তার থেকে বেশি আক্রমণ করছেন কেন্দ্রীয় এজেন্সিকে। কখনও আবার তার দলের নেতাকর্মীরা এজেন্সিকে বাধা দিতেও দুবার ভাবছেন না। সন্দেশখালির পর ভূপতিনগরের ঘটনা নিয়ে অত্যন্ত চাপে রয়েছে তৃণমূল। আর এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচার সভা থেকে বলছেন, বিজেপির এক পকেটে এনআইএ, আর এক পকেটে সিবিআই। আর তৃণমূল নেত্রীর এই বক্তব্যকে খন্ডন করে পাল্টা তাকে আদালতে যাওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

প্রসঙ্গত, এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য নিয়ে রাজ্যের বিরোধী দলনেতাকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “ওনার যদি এতই ক্ষমতা, তাহলে আদালতে যাচ্ছেন না কেন? আদালত তো নিরপেক্ষ। তাহলে সেখানে যান। সেখানে গিয়ে বলুন। ওনার জেনে রাখা উচিত যে, এই কেন্দ্রীয় এজেন্সির মাথা যারা হবে, তাদের ঠিক করেন প্রধানমন্ত্রী, কোর্টের বিচারপতি এবং বিরোধী দলনেতা। তাই এসব নিয়ে প্রশ্ন তোলা ঠিক নয়।” একাংশ বলছেন, মুখের মত জবাব দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এতই যখন এই রাজ্যের মুখ্যমন্ত্রীর কেন্দ্রীয় এজেন্সি নিয়ে আপত্তি রয়েছে, তাহলে তিনি চুপচাপ বসে আছেন কেন?

কেন তিনি একটা ভালো আইনজীবী দিয়ে এজেন্সির বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হচ্ছে না! আসলে সেই মুখ এই রাজ্যের শাসক দলের নেই। তারা খুব ভালো করে জানে, তারা চুরি করেছে জন্যেই কেন্দ্রীয় এজেন্সি তদন্ত করতে আসছে পশ্চিমবঙ্গে। আর তাতে তারা বাধা দিচ্ছে। তাই আদালতে গেলে দিনের শেষে চরম অস্বস্তিতে পড়বেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসই। তাই আইন ব্যবস্থার কাছে যাওয়ার মত মুখ অন্তত এই রাজ্যের শাসক দলের নেই। শুভেন্দু অধিকারীর বক্তব্যের পর তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!