এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মুকুলের পথেই কি সুনীল? গ্রহণ করবে তৃণমূল? বাড়ছে জল্পনা!

মুকুলের পথেই কি সুনীল? গ্রহণ করবে তৃণমূল? বাড়ছে জল্পনা!

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  প্রথমে মুকুল রায় এবং তারপর ব্যারাকপুরের অর্জুন সিংহ বিজেপিতে যোগদান করার পর তৃণমূল কংগ্রেস ত্যাগ করেন নোয়াপাড়ার বিধায়ক সুনীল সিংহ। বিজেপিতে নাম লেখানোর পর তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। কিন্তু এবার মুকুল রায় তৃণমূল কংগ্রেসে ফিরে আসতে না আসতেই বেসুরো হতে শুরু করেছে সেই সুনীল সিংহ। যাকে কেন্দ্র করে তিনি আবার ঘাসফুল শিবিরে শামিল হতে পারেন বলে শুরু হয়েছে গুঞ্জন। তবে সুনীলবাবু তৃণমূল কংগ্রেসে ফিরতে পারেন বলে জল্পনা তৈরি হলেও, তৃণমূল তাকে গ্রহণ করবে কিনা, তা নিয়ে নানা মহলে সংশয় তৈরি হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, মুকুল রায় তৃণমূল কংগ্রেসে যোগদান করতে অনেকেই তাতে আপত্তি জানাতে শুরু করেছিলেন। কিন্তু যোগদান পর্বে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দেন, বিধানসভা নির্বাচনের আগে মুকুল রায় দলবদল করেননি। এমনকি তিনি নির্বাচনের আগে দলের বিরুদ্ধে একটিও কথা বলেননি। তাই তাকে যোগদান করাতে যে তৃণমূলের কোনো আপত্তি নেই, তা বুঝিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু অন্যান্যরা অর্থাৎ যারা বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছিলেন এবং দলবদল করেছিলেন, তাদের ব্যাপারে যে দল ভাবনা চিন্তা করবে এবং তারপরই সিদ্ধান্ত নেবে, তা স্পষ্ট ভাষায় বুঝিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এরপরই তৃণমূল দলে আসার ক্ষেত্রে বেশ কড়া সিদ্ধান্ত নিতে চলেছে, তা কার্যত স্পষ্ট হয়ে যায়। তবে মুকুল রায় দলবদল করার পরেই সুনীল সিংহকে নিয়ে জল্পনা ক্রমশ বাড়তে শুরু করে। আর এই পরিস্থিতিতে তিনিও তৃণমূল কংগ্রেসে নাম লেখাতে পারেন বলে গুঞ্জন তৈরি হয়েছে। যদিও বা স্থানীয় তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে তাতে যথেষ্ট আপত্তি জানানো হয়েছে। আর তা নিয়েই তৈরি হয়েছে সমস্যা।

বলা বাহুল্য, মুকুল রায় তৃণমূল কংগ্রেসে যোগদান করার পর ইতিমধ্যেই একটি বড় তালিকা তৃণমূল নেতৃত্বের কাছে তুলে দিয়েছেন। এমনকি বিজেপির অনেক নেতা থেকে শুরু করে তার পরিচিত জনপ্রতিনিধিদের কাছে ফোন করতে শুরু করেছেন মুকুলবাবু বলে খবর। অন্যদিকে দেখা যাচ্ছে, মুকুলবাবু তৃণমূল কংগ্রেসে যোগদান করার সাথে সাথেই তিনি যোগ্য মর্যাদা পাননি, তাই তিনি দলবদল করেছেন বলে দাবি করছেন বিজেপির অনেক নেতা এবং জনপ্রতিনিধিরা।

যার ফলে সেই সমস্ত নেতা এবং জনপ্রতিনিধিরা মুকুলবাবুর পথেই হাঁটতে পারেন বলে গুঞ্জন তৈরি হয়েছে। আর তার মাঝেই এবার সুনীল সিংহকে নিয়ে জল্পনা শুরু হতেই স্থানীয় তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে আপত্তি জানিয়ে দেওয়া হল। তবে সুনীলবাবু এখনও পর্যন্ত দল বদল করার ব্যাপারে তার কোনো সিদ্ধান্তের কথা জানাননি। তবে যদি তিনি তৃণমূলে যোগ দেওয়ার ব্যাপারে ইচ্ছা প্রকাশ করেন, তাহলে তৃণমূল শীর্ষ নেতৃত্ব কি সিদ্ধান্ত নেয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!