এখন পড়ছেন
হোম > জাতীয় > আমজনতার উদ্বেগ বাড়িয়ে বাড়তে চলেছে এটিএম ব্যবহারের সার্ভিস চার্জ

আমজনতার উদ্বেগ বাড়িয়ে বাড়তে চলেছে এটিএম ব্যবহারের সার্ভিস চার্জ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দেশজুড়ে করোনা সংকটের আবহে এটিএম ব্যবহারের ক্ষেত্রে বড়োসড়ো পরিবর্তন আনতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এটিএমের লেনদেনের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন যেমন করা হচ্ছে, তেমনি এটিএমের সার্ভিস চার্জ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাংক। এটিএমের রক্ষণাবেক্ষণ ও পরিষেবা উন্নত করার লক্ষ্যে চার্জ ব্যক্তির সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী বছরের শুরু থেকেই এটিএম ব্যবহারের চার্জ বৃদ্ধি করতে চলেছে রিজার্ভ ব্যাংক।

অন্যদিকে, দেশের বেশ কিছু ব্যাংক এটিএমের সার্ভিস চার্জ বৃদ্ধির অনুমতি চেয়েছিল রিজার্ভ ব্যাংকের কাছে। রিজার্ভ ব্যাঙ্ক তাতে সম্মতি জানিয়েছে। এ কারণে এটিএম ব্যবহারের ক্ষেত্রে এতদিন যে পরিমাণ সার্ভিস চার্জ নেওয়া হতো, কোন কোন ব্যাংক তা দ্বিগুণ পর্যন্ত করতে পারে বলে, জানা যাচ্ছে। আবার, আগামী বছর থেকে এটিএমে আর্থিক লেনদেন করলে ২১ টাকা চার্জ কাটা হবে বলে, জানা যাচ্ছে। তবে, বিনামূল্যে লেনদেনের সুবিধা এখনই তুলে নেয়া হচ্ছে না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

নিজের ব্যাংকের এটিএম যেমন ব্যবহার করা যাবে, তেমনি বিনামূল্যে অন্যান্য ব্যাংকের এটিএমও ব্যবহার করা যাবে। কোন ব্যক্তি প্রতি মাসে নিজের ব্যাংকের এটিএম বা অন্যান্য ব্যাংকের এটিএম থেকে মোট পাঁচবার বিনামূল্যে অর্থ লেনদেন করতে পারবেন। তবে, পাঁচবারের বেশি লেনদেনের ক্ষেত্রে অধিক চার্জ দিতে হবে। এতদিন পর্যন্ত যা ছিল ১৫ টাকা, এবার তা করা হবে ১৭ টাকা। আগামী বছর থেকে তা আরো বাড়বে। আবার, আর্থিক লেনদেন ছাড়া অন্যান্য লেনদেন করলে, সে ক্ষেত্রে অধিক পরিমাণ চার্জ দিতে হবে।

এভাবে, দেশজুড়ে করোনা আবহে এটিএম লেনদেনের চার্জ বৃদ্ধির বিশেষ ঘোষণা রিজার্ভ ব্যাংকের। এর ফলে বহু মানুষের যে সমস্যা বাড়তে চলেছে, তা আর বলার অপেক্ষা রাখেনা। করোনা আবহে এটিএমের ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অনেকেই, এখন সরাসরি ব্যাংকে না গিয়ে, এটিএম থেকে আর্থিক লেনদেন করছেন। এই পরিস্থিতিতে এটিএমের সার্ভিস চার্জ বৃদ্ধি নিঃসন্দেহে বাড়াতে চলেছে মধ্যবিত্ত সহ বহু মানুষের উদ্বেগ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!