এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > সংঘের প্রাণপুরুষের ছবি দেওয়া রশিদে মোটা অংকের চাঁদা তুলছেন বিজেপি সভাপতি, তীব্র বিতর্ক

সংঘের প্রাণপুরুষের ছবি দেওয়া রশিদে মোটা অংকের চাঁদা তুলছেন বিজেপি সভাপতি, তীব্র বিতর্ক


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সরকারি প্রকল্পের টাকা নয়ছয় থেকে শুরু করে কাছের লোকেদের সুবিধা পাইয়ে দেওয়া, বিভিন্ন ঘটনায় তৃণমূলের নানা নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছে ভারতীয় জনতা পার্টি। বিরোধী দল হিসেবে বিজেপির পক্ষ থেকে তোলা এই অভিযোগে বেশিরভাগ ক্ষেত্রেই অস্বস্তিতে পড়েছে শাসক দল। কিন্তু এবার বীরভূম জেলা বিজেপির সভাপতির বিরুদ্ধে উঠল বিস্ফোরক অভিযোগ। জানা গেছে কালী মন্দির তৈরীর জন্য রশিদ ছাপিয়ে মোটা অংকের চাঁদা তুলছেন বীরভূম জেলা বিজেপির সভাপতি শ্যামাপদ মন্ডল।

আশ্চর্যের বিষয়, যে রশিদের মাধ্যমে তিনি এই মোটা অঙ্কের টাকা আদায় করছেন, সেই রশিদে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ প্রাণপুরুষ মাধব সদাশিব গোলওয়ালকরের ছবি রয়েছে। স্বাভাবিকভাবেই গোটা ঘটনায় এখন তীব্র বিতর্ক তৈরি হয়েছে বীরভূম জেলা সহ বিজেপির অন্দরমহলে। হঠাৎ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রাণপুরুষের ছবি দেওয়া রশিদকে হাতিয়ার করে কেন কালীপুজোর মন্দির বানানোর নাম করে চাঁদা তুলতে গেলেন জেলা বিজেপির সভাপতি, তা নিয়ে নানা মহলে তৈরি হয়েছে প্রশ্ন।

জানা গেছে, ময়ুরেশ্বরের বীরনগর গ্রামে একটি ভগ্নপ্রায় কালী মন্দির নতুন করে তৈরি করবার জন্য সম্প্রতি একটি ভগ্নপ্রায় কালী মন্দির গড়ার জন্য ট্রাস্ট করা হয়েছে। আর বীরভূম জেলা বিজেপি সভাপতি শ্যামাপদ মন্ডল সেই ট্রাস্টের সভাপতি। আশ্চর্যজনক ভাবে এই মন্দির তৈরি করতে এক কোটি টাকার বাজেট নির্ধারণ করা হয়েছে। আর তার কারণেই এখন রশিদের মাধ্যমে চাঁদা তোলা হচ্ছে। কিন্তু সেইখানে নাম রয়েছে আরএসএসের গুরুজীর। আর এখানেই বিজেপির অনেকে আপত্তি তুলতে শুরু করেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আরএসএসের তরফ থেকে বলা হচ্ছে, সঙ্ঘের তরফে কখনও এভাবে টাকা আদায় করা হয় না। কিন্তু জেলা বিজেপি সভাপতি এই কাজ করে সঙ্ঘ সম্পর্কে খারাপ ভাবমূর্তি প্রেরণ করেছেন। ইতিমধ্যেই জেলা বিজেপির সভাপতি শ্যামাপদ মন্ডল যে রশিদের মাধ্যমে এই চাঁদা তুলছেন, সেই রশিদের ছবি পোস্ট করে গেরুয়া শিবিরের অস্বস্তি আরও বাড়িয়ে দিয়েছেন প্রতীক চক্রবর্তী নামে এক বিজেপি কর্মী।

বিশেষজ্ঞদের অনেকে বলছেন, বিজেপি যখন 2021 সালের আগে তৃণমূলের দুর্নীতির কথা তুলে ধরে শাসক দলকে চাপে ফেলতে মরিয়া, তখন জেলা বিজেপি সভাপতি আরএসএসের প্রাণপুরুষের নামে রশিদ তৈরি করে যেভাবে চাঁদা তুলছেন, তা সত্যিই শ্যামাপদবাবুকে এখন জোর অস্বস্তিতে ফেলে দিয়েছে। পাশাপাশি বিজেপির ভাবমূর্তি এই ঘটনায় বীরভূম জেলায় অনেকটাই ধাক্কা খাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, বিতর্ক থেকে নিজেকে দূরে রাখতে শ্যামাপদবাবু নতুন কোনো সাফাই দেন কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!