কার ভোট কোথায় পড়বে, শুধু মোদীজি জানেন আর আমি জানি: ত্রিপুরা বিজেপি সভাপতি জাতীয় বিশেষ খবর February 8, 2018 ত্রিপুরা বিধানসভা নির্বাচনের আগে আবার চরমে উঠল ইভিএমে ‘ভোটচুরি’ বিতর্ক। কিছুদিন আগেই তেলিয়ামুড়ার একটি জনসভায় বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব দেব মন্তব্য করেন, কার ভোট কোথায় পড়বে, শুধু মোদীজি জানেন আর আমি জানি! স্বয়ং মুখ্যমন্ত্রীও নিজের দলকে ভোট দিলে বিজেপির চিহ্নে তা চলে যাবে! আর এরপরেই বিতর্ক চরমে ওঠে। বামফ্রন্টের তরফে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়ে ওই বক্তৃতার ভিডিও ক্লিপিং পাঠানো হয়েছে। এর মাঝেই, অম্পিনগর বিধানসভা কেন্দ্রের ৪৭ নম্বর বুথে ইভিএম এবং ভি ভি প্যাট পরীক্ষামূলক ভাবে ভোটারদের দেখানোর সময়ে ধরা পড়েছিল, একটি চিহ্নে বোতাম টিপলে ভোট চলে যাচ্ছে অন্য চিহ্নে! ফলে বামফ্রন্টের তরফ থেকে বিজেপি রাজ্যসভাপতির মন্তব্যের সঙ্গে এই ঘটনার যোগসূত্র টেনে কমিশনের কাছে নালিশ জানানো হয়েছে। যদিও ত্রিপুরার মুখ্য নির্বাচনী আধিকারিক শ্রীরাম তরনী কান্ত জানিয়েছেন, মানুষের ভুলে ওই ঘটনা ঘটে থাকতে পারে, সংশ্লিষ্ট জেলাশাসককে বলা হয়েছে তদন্ত করতে। কিন্তু এতো সহজে ইভিএম বিতর্ক মিটছে না। অন্যদিকে, ত্রিপুরায় ভোটের দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা হিমন্তবিশ্ব শর্মা অবশ্য কটাক্ষ করেছেন, সিপিএম আগেই হেরে বসেছে, তাই ইভিএম নিয়ে অভিযোগ করছে! আপনার মতামত জানান -