এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > লাগাতার কটাক্ষ তথাগতর, কৌশলী জবাব দিলীপের!

লাগাতার কটাক্ষ তথাগতর, কৌশলী জবাব দিলীপের!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  বিধানসভা ভোটে ভরাডুবির পরই অভিযোগ, পাল্টা অভিযোগের বন্যা বইয়ে যেতে শুরু করেছে ভারতীয় জনতা পার্টির অন্দরমহলে। লাগাতার টুইটের মধ্যে দিয়ে কখনও তারকা প্রার্থীদের খোঁচা, আবার কখনও বা দলের শীর্ষস্তরের নেতা নেত্রীদের খোঁচা দিতে দেখা গেছে বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি তথা বর্ষিয়ান নেতা তথাগত রায়কে। স্বাভাবিক ভাবেই এর ফলে রাজ্যে বিরোধী দলের ক্ষমতা দখল করা ভারতীয় জনতা পার্টির রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বদের অস্বস্তি ক্রমশ বৃদ্ধি পেয়েছে।

ভোটের ফলাফল প্রকাশ হওয়ার পর থেকেই তারকাদের প্রার্থী করা নিয়ে কটাক্ষ করে দিলীপ ঘোষ থেকে শুরু করে কৈলাস বিজয়বর্গীয়, শিবপ্রকাশ থেকে শুরু করে অরবিন্দ মেননকে দায়ী করেছিলেন বর্ষিয়ান বিজেপি নেতা তথাগত রায়। যার পরিপ্রেক্ষিতে লাগাতার এই ধরনের বিস্ফোরক মন্তব্য করবার জন্য তাকে কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে তলব করা হয়। তবে তার পরেও রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে সোচ্চার হতে দেখা যায় তথাগতবাবুকে।

অর্থাৎ সরাসরি নাম না করলেও তিনি যে বঙ্গ বিজেপির বর্তমান সভাপতি দিলীপ ঘোষের দিকেই অভিযোগের আঙুল তুলতে শুরু করেছেন, তা স্পষ্ট হয়ে গিয়েছিল। তবে এবার এই ব্যাপারে কৌশলী মন্তব্য করতে দেখা গেল বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, এদিন এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “পালিয়ে যাওয়ার রাজনীতি আমি করি না। এখনও কর্মী-সমর্থকদের পাশেই আছি। কল্পনার জগতে কেউ কিছু ভেবে নিলে বলার নেই।” অর্থাৎ তথাগত রায় যেভাবে ভরাডুবির পর দলের রাজ্য নেতৃত্বকে দায়ী করেছেন, তার পাল্টা মুখ খুলে দিলীপ ঘোষ বুঝিয়ে দিলেন, তারা এখনও পর্যন্ত লড়াই করে যাচ্ছেন। এক্ষেত্রে কর্মী-সমর্থকদের পাশে থাকার কথা বলে তথাগত রায়ের নাম না করে তাকে জবাব দেওয়ার চেষ্টা করলেন বিজেপির রাজ্য সভাপতি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

অনেকে বলতে শুরু করেছেন, একের পর এক টুইট করে কার্যত বোমা ফাটিয়ে দিয়েছেন তথাগত রায়। দলের ভরাডুবির জন্য যে দলের রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বের একাংশ দায়ী, তা নিজের টুইটের মধ্যে দিয়ে বুঝিয়ে দিয়েছেন তিনি। স্বাভাবিক ভাবেই এই পরিস্থিতিতে বাড়তি হাতিয়ার পেয়ে যেতে শুরু করেছে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো।

তবে তথাগত রায় এই বক্তব্যের জবাব সরাসরি না দিয়ে তিনি যে এখনও কর্মী-সমর্থকদের পাশেই আছেন এবং পালিয়ে যাওয়ার লোক নন, তা বুঝিয়ে দিলেন বিজেপির বর্তমান রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সব মিলিয়ে বিজেপির এই অন্তর্কোন্দল আটকাতে এবার কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে কি পদক্ষেপ গ্রহণ করা হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!