এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > কবে হতে চলেছে রাজ্যে বিধানসভা ভোট? অমিত শাহের মন্তব্যে বাড়ছে জল্পনা!

কবে হতে চলেছে রাজ্যে বিধানসভা ভোট? অমিত শাহের মন্তব্যে বাড়ছে জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  সাম্প্রতিককালে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে বলে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। একটি বেসরকারি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে অমিত শাহ পশ্চিমবঙ্গের ব্যাপারে মন্তব্য করতে গিয়ে বুঝিয়ে দিয়েছিলেন, পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারির দাবি অমূলক নয়। আর এর পরেই পশ্চিমবঙ্গের রাজ্যপালের সঙ্গে অমিত শাহের সাক্ষাৎ এবং তার পরবর্তীতে রাজ্যপালের প্রকাশ্যে রাজ্য সরকারের বিরুদ্ধে মন্তব্য সেই সম্ভাবনাকে ক্রমশ বৃদ্ধি করতে শুরু করেছিল।

অনেকেই মনে করেছিলেন, রাজ্যে এসে অমিত শাহ এই ব্যাপারে সুস্পষ্ট কোনো বার্তা দেবেন। অবশেষে এই ব্যাপারে মন্তব্য করে কার্যত জল্পনা বাড়িয়ে দিলেন বিজেপির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন সাংবাদিকদের তরফে রাজ্যে রাষ্ট্রপতি শাসন নিয়ে প্রশ্ন করা হয়। আর তখনই অমিত শাহ বলেন, “এটা সাংবাদিকদের কাছে বলার বিষয় নয়। সাংবিধানিক বিষয় রাজ্যপালের রিপোর্টের ওপর তা নির্ভর করবে। তবে রাজ্যে এপ্রিল মাসে তো এমনিতেই সরকার বদলে যাবে। আর এর হয়ত দরকার পড়বে না।” আর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই কথা বলায় অনেকেই বলছেন যে, আগামী এপ্রিল মাসে হয়ত বা নির্বাচন হতে চলেছে পশ্চিমবঙ্গে। আর তাই তখন সরকার বদলে যাবে বলে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন অমিত শাহ।

এদিন পশ্চিমবঙ্গের নির্বাচন শান্তি এবং শৃঙ্খলার মধ্যে দিয়ে অনুষ্ঠিত করবার জন্য সওয়াল করেন বিজেপির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, “রাজ্যে নির্বাচনে হিংসা হবে কি হবে না, তা তৃণমূলের উপর নির্ভর করবে। বিজেপি প্রতি বুথে পৌঁছে গিয়েছে। মানুষ যাতে ঠিকমত ভোট দিতে পারেন, তা বিজেপি কর্মীরা নিশ্চিত করবেন। নির্বাচন কমিশন সুষ্ঠু এবং অবাধ নির্বাচন করবে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অর্থাৎ নির্বাচন কমিশন রাজ্যে গণতন্ত্র উৎসব সঠিকভাবে পালন করবে বলে জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তবে তার এদিনের বক্তব্যে সবথেকে বেশি তাৎপর্যপূর্ণ, আগামী এপ্রিল মাসে রাজ্যের সরকার বদলে যাওয়া। এক্ষেত্রে রাষ্ট্রপতি শাসনের জল্পনা থাকলেও এদিন সেই ব্যাপারে খুব একটা বিশেষ মন্তব্য না করে রাজ্যে পরিবর্তন হতে চলেছে বলে দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

বিশেষজ্ঞরা বলছেন, রাজ্যের আইন শৃঙ্খলা অবনতি সহ বিভিন্ন বিষয় তুলে ধরে বিজেপি নেতাদের গলায় বারবার রাষ্ট্রপতি শাসনের কথা শোনা গেছে। স্বাভাবিকভাবেই কিছুদিন আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী “এই দাবি অমূলক নয়” বলে মন্তব্য করেছিলেন। যার পর থেকেই জল্পনা ক্রমশ বাড়তে শুরু করেছিল যে, বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে। কিন্তু যদি সেই রাষ্ট্রপতি শাসন জারি করা হয়, তাহলে তৃণমূল সরকারের দিকে রায় চলে যেতে পারে বলে মনে করেছিলেন একাংশ।

আর এমত পরিস্থিতিতে রাষ্ট্রপতি শাসনের দরকার পড়বে না। কারণ এপ্রিল মাসে এমনিতেই সরকার বদলে যাবে বলে বুঝিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আর তাঁর এই মন্তব্য থেকেই কার্যত পরিষ্কার হয়ে যাচ্ছে যে, আগামীদিনে বিধানসভা নির্বাচন হয়ত এপ্রিল মাসেই হতে চলেছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!