এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > দক্ষ আমলাদের না পাঠিয়ে মুখ্যমন্ত্রীর নিজের কম্পালসারি ওয়েটিংয়ে যাওয়া উচিৎ! বিস্ফোরক দিলীপ

দক্ষ আমলাদের না পাঠিয়ে মুখ্যমন্ত্রীর নিজের কম্পালসারি ওয়েটিংয়ে যাওয়া উচিৎ! বিস্ফোরক দিলীপ


করোনা ভয়াবহতার মধ্যেই রাত্রে হঠাৎ করেই এসে পড়ে আমপান নামক ভয়াবহ দুর্যোগ। যে দুর্যোগে দুই 24 পরগনা, হুগলি, নদীয়া, দুই মেদিনীপুর সহ বিস্তীর্ণ এলাকা কার্যত লন্ডভন্ড হয়ে যায়। বর্তমানে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ পরিষেবা থেকে শুরু করে জল পরিষেবা সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন। সরকারের পক্ষ থেকে প্রতিমুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা চালানো হচ্ছে। তবুও কলকাতার বিভিন্ন এলাকা এখনও পর্যন্ত স্বাভাবিক ছন্দে ফেরেনি।

তাই এমতাবস্তায় কলকাতাকে স্বাভাবিক রাখতে নামানো হল সেনা। আর রাজ্য সরকারের পক্ষ থেকেই সেনা নামানোর পরেই তা নিয়ে রাজ্যকে কড়া ভাষায় আক্রমণ করতে দেখা গেল বিজেপির দিলীপ ঘোষ থেকে শুরু করে রাহুল সিনহাদের। সূত্রের খবর, এদিন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ রাজ্যের উদ্দেশ্যে একটি প্রশ্ন করেন। যেখানে তিনি বলেন, “8 মে কেন্দ্রীয় সরকার ঝড় সংক্রান্ত নির্দেশিকা পাঠায় রাজ্যকে। কি প্রস্তুতি জানতে চাওয়া হয়।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এরপরেই দিলীপবাবু বিস্ফোরকভাবে বলেন, “আসলে দক্ষ আমলাদের মুখ্যমন্ত্রী কম্পালসারি ওয়েটিংয়ে পাঠাচ্ছেন সেজন্য কিছু কাজ হচ্ছেনা মুখ্যমন্ত্রী নিজেরই কম্পালসারি ওয়েটিংয়ে যাওয়া উচিত।” অন্যদিকে এই ব্যাপারে বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, “ঝড় নিয়ে আগে থেকে সিরিয়াস হয়নি রাজ্য সরকার।” অর্থাৎ রাজ্য সরকারের পক্ষ থেকে সেনা নামিয়ে এখন পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হলেও, কেন আগে থেকে জানানো সত্ত্বেও, রাজ্য পদক্ষেপ নিল না!

তার ব্যাপারে প্রশ্ন তুলে এবার রাজ্য সরকারকে কটাক্ষ করা শুরু করে দিয়েছে ভারতীয় জনতা পার্টি। অর্থাৎ তারা নিজেদের বক্তব্যের মধ্যে দিয়ে বোঝাতে চাইছে যে, রাজ্য সরকার যদি আগেভাগে এর গুরুত্ব অনুধাবন করে পদক্ষেপ নিত, তাহলে এই পরিস্থিতির সম্মুখীন হত না রাজ্য। এখন বিজেপির পক্ষ থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে এই বক্তব্য প্রদানের পর রাজ্য কতটা চাপে পড়ে, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!