এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় উদ্বুদ্ধ করতে স্টুডেন্ট ক্রেডিট কার্ডে স্থান পেতে চলেছেন দুই বিশিষ্ট

ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় উদ্বুদ্ধ করতে স্টুডেন্ট ক্রেডিট কার্ডে স্থান পেতে চলেছেন দুই বিশিষ্ট


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত বুধবার স্টুডেন্ট ক্রেডিট কার্ডের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যার মাধ্যমে ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবে পড়ুয়ারা। দশম শ্রেণি থেকে শুরু করে স্নাতক-স্নাতকোত্তর, প্রতিযোগীতামূলক পড়াশোনার ক্ষেত্রে এই ঋণ পাওয়া যাবে। সরকার নিজে গ্যারান্টার থেকে এই ঋণের ব্যবস্থা করবে। এবার স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ফর্মে স্থান পেল গুগলের সিইও সুন্দর পিচাই ও বিশ্বের সর্বাধিক ধনী ব্যক্তি এলোন মাস্কের ছবি। ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় উদ্বুদ্ধ করতে এই পদক্ষেপ নেয়া হয়েছে সরকারের পক্ষ থেকে।

ছাত্র-ছাত্রীদের স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য কিভাবে আবেদন জানাতে হবে? তার জন্য রাজ্য শিক্ষা দপ্তরের পক্ষ থেকে একটি বিশেষ গাইডলাইন প্রকাশ করা হয়েছে। ফর্ম ফিলাপের পদ্ধতি যেখানে স্পষ্ট করে জানানো হয়েছে। এই ফর্ম ফিলাপের সময় যেখানে ছাত্র-ছাত্রীদের নিজেদের ছবি দিতে হবে, সেখানে সুন্দর পিচাই ও এলোন মাস্কের ছবি রাখা হয়েছে ডেমো হিসেবে। হঠাৎ কেন তাঁদের ছবি ডেমো হিসেবে রাখা হলো? তার কারণ হিসেবে জানা গেছে যে, ছাত্রছাত্রীদের পড়াশোনাতে উদ্বুদ্ধ করতে এই পদক্ষেপ নেয়া হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, গুগলের সিইও সুন্দর পিচাই একসময় পড়াশোনা করেছিলেন খড়গপুর আইআইটি থেকে। সারা বিশ্বের কাছে যিনি পরিচিত তাঁর কর্ম-কৃতিত্বের মাধ্যমে। অন্যদিকে, স্পেস এক্সের সিইও এলোন মাস্ক সারা পৃথিবীর কাছে পরিচিত নিজের কর্ম কৃতিত্বে। তাই এদের ছবি দিয়ে পড়ুয়াদের উদ্বুদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সরকারের এই প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন একাধিক শিক্ষক। এ বিষয়ে কলকাতার জনৈক শিক্ষিকা জানিয়েছেন যে, সরকারের পক্ষ থেকে নেওয়া এই পদক্ষেপ একটা ভালো ইঙ্গিত। ছাত্রছাত্রীদের মধ্যে এর একটা ইতিবাচক প্রভাব পড়বে। তাদের অনুপ্রাণিত করতে আরও অভিনব পদ্ধতি অবলম্বন করা দরকার।

গত বুধবার স্টুডেন্ট ক্রেডিট কার্ডের উদ্বোধনের পর সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে, স্টুডেন্ট ক্রেডিট কার্ড চালু করতে পেরে তাঁরা গর্বিত। ভোটের আগে তাঁরা এটি চালু করার কথা দিয়েছিলেন। দেশের মধ্যেই শুধু নয়, সারা বিশ্বে এত বড় প্রকল্প এই প্রথম চালু হলো। কথা রাখাই সরকারের কাজ। তিনি জানিয়েছেন, সন্তানদের পড়াশোনার জন্য এখন থেকে আর চিন্তা করতে হবেনা পিতা-মাতাকে। টাকা-পয়সার কথা না ভেবে মন দিয়ে পড়াশোনা করার নির্দেশ দিয়েছেন তিনি পড়ুয়াদের। তাদের অভিভাবকদের উদ্দেশ্যে তিনি জানিয়েছেন যে, ছেলেমেয়ের পড়াশোনার ব্যাপারে চিন্তা না করতে। তাঁরা যে কথা দিয়েছিলেন, এবার তাঁরা সেকথা রেখেছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!