এখন পড়ছেন
হোম > জাতীয় > ভোট পরবর্তী হিংসা নিয়ে অস্বস্তি বাড়ছে রাজ্য সরকারের, সুপ্রিমকোর্টের বিশেষ পদক্ষেপ বাড়ছে তীব্র জল্পনা

ভোট পরবর্তী হিংসা নিয়ে অস্বস্তি বাড়ছে রাজ্য সরকারের, সুপ্রিমকোর্টের বিশেষ পদক্ষেপ বাড়ছে তীব্র জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই রাজ্যে বারবার ভোট-পরবর্তী হিংসার অভিযোগ উঠেছে। ভোট পরবর্তী হিংসার বিরুদ্ধে বারবার সরব হয়ে উঠেছে বিরোধীদল মূলত বিজেপি। ভোট পরবর্তী হিংসা নিয়ে একাধিকবার অভিযোগ করেছেন রাজ্যপাল জগদীপ ধনকর। যদিও তৃণমূলের দাবি, রাজ্যে কোন হিংসাত্মক পরিস্থিতি নেই, সমস্ত কিছু নিয়ন্ত্রণে রয়েছে। ভোট পরবর্তী হিংসার বিষয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিলেন আইনজীবী বিষ্ণু জৈন। গতকাল এই মামলার শুনানি ছিল। এই মামলার শুনানিতে রাজ্যকে চার সপ্তাহের মধ্যে রিপোর্ট তলব করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের এই পদক্ষেপ রাজ্যকে তীব্র অস্বস্তিতে ফেলে দিল বলেই একাধিক রাজনৈতিক বিশ্লেষকের মতামত।

পশ্চিমবঙ্গের ভোট পরবর্তী হিংসা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছেন আইনজীবী বিষ্ণু জৈন। যেখানে তিনি রাজ্যে ভোট পরবর্তী হিংসার তদন্তের জন্য আদালতের নজরদারিতে বিশেষ তদন্তকারী দল গঠনের দাবি জানিয়েছেন। ভোট-পরবর্তী হিংসায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ ও পুনর্বাসন দেবার জন্য আদালতের হস্তক্ষেপ দাবি করেছেন তিনি। সেই সঙ্গে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের দাবি করেছেন তিনি। এই মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে রাজ্য সরকার, কেন্দ্র সরকারকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে। এই মামলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিযুক্ত করা হলেও, সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এখনও পর্যন্ত তাঁকে কোনো নোটিশ পাঠানো হয়নি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গতকাল সুপ্রিম কোর্টের বিচারপতি বিনীত শরন ও দীনেশ মাহেশ্বরীর বেঞ্চে এই মামলার শুনানি চলে। চার সপ্তাহের মধ্যে এর হলফনামা জমা করার নির্দেশ দেয়া হয়েছে। আইনজীবী বিষ্ণু জৈন অভিযোগ করেছেন যে, বিধানসভা নির্বাচনের পর ইচ্ছাকৃতভাবে এক বিশেষ দলের সমর্থকদের ওপরে অত্যাচার চালানো হচ্ছে, তাদের উপরে হামলা করা হচ্ছে। তাদের ঘর-বাড়ি জ্বালিয়ে দেয়া হচ্ছে, তাদের সম্পত্তি লুটপাট করা হচ্ছে।

শুধুমাত্র একটি বিশেষ রাজনৈতিক দলকে সমর্থন করবার কারণে বহু মানুষের ওপরে অত্যাচার করা হচ্ছে। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসা নিয়ে সুপ্রিম কোর্টে বহু মামলা দায়ের করা হয়েছে। দেশের দু হাজারেরও বেশি মহিলা আইনজীবী সুপ্রিম কোর্টের কাছে চিঠি লিখে ভোট পরবর্তী হিংসা নিয়ে আদালতের হস্তক্ষেপ দাবি করেছেন। আবার দেশের বহু বিশিষ্ট ব্যক্তি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে ভোট পরবর্তী হিংসা নিয়ে অভিযোগ করেছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!