এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > এবার অভিষেকের খাসতালুকে গেরুয়া শিবিরে বড়সড় ভাঙন ধারালো তৃণমূল, একুশের আগে আরও শক্তিশালী দল

এবার অভিষেকের খাসতালুকে গেরুয়া শিবিরে বড়সড় ভাঙন ধারালো তৃণমূল, একুশের আগে আরও শক্তিশালী দল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – পশ্চিমবঙ্গের রাজনৈতিক দলগুলির মধ্যে এখন চলছে ” একুল ভাঙ্গে অকুল গড়ে ” অবস্থা। অর্থাৎ, শাসকদল সহ সমস্ত বিরোধী দলগুলি অন্যদলের সদস্যদের দল ভাঙিয়ে নিজদলে টানছে, আর নিজের দলের উদরপূর্তি করছে। কারণ একুশের নির্বাচন যে ক্রমাগত কড়া নাড়ছে। এরফলে কোন দলের বাড়ছে শ্রীবৃদ্ধি, আবার কোন দলে ঘটছে ভাঙ্গন।

এই পরিস্থিতিতে কিছুদিন আগে বিজেপি সভাপতি দিলীপ ঘোষের গড়ে বিজেপি দলে ভাঙ্গন ঘটিয়ে, বিজেপি সদস্যদের জার্সিবদল করিয়ে বিরাট সাফল্য পেয়েছিল তৃণমূল। তারপর তৃণমূলের মহাসচিব পার্থ চাটার্জির গড়ে তৃণমূলের বিরাট ভাঙ্গন ঘটিয়ে তৃণমূল সদস্যদের বিজেপি নিজের দলভুক্ত করতে সক্ষম হয়েছিল। আর এবার তৃণমূলের যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খাসতালুকে বিজেপি শিবিরে বিরাট ভাঙ্গন ধরিয়ে বিজেপি সদস্যদের তৃণমূলভূক্ত করতে সক্ষম হলো রাজ্যের শাসকদল।

স্থানীয় সংবাদসূত্র অনুযায়ী, আজ রবিবার সকালবেলায় দক্ষিন চব্বিশ পরগনা জেলার ক্যানিং বাসস্ট্যান্ড এলাকায় একটি বিশেষ সভার আয়োজন করে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। উক্ত সভায় উপস্থিত ছিলেন দক্ষিন চব্বিশ পরগনা জেলা পরিষদের দুজন তৃণমূল সদস্য তপন সাহা ও সুশীল সর্দার। এছাড়াও এই সভায় উপস্থিত ছিলেন দক্ষিন চব্বিশ পরগনা জেলার অন্তর্গত মাতলা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান হরেন ঘড়ুই ও মাতলা ২ গ্রাম পঞ্চায়েত প্রধান উত্তম দাস।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

উল্লেখ্য, এই মঞ্চেই দক্ষিন চব্বিশ পরগনা জেলার ক্যানিং ১ নম্বর ব্লকের গোপালপুর, নিকারিঘাটা, মাতলা ১, তালদি, বাঁশড়া গ্রাম পঞ্চায়েত এলাকার  ৪০০ জনের বেশি বিজেপি কর্মী বিজেপি ছেড়ে যোগদান করলেন তৃণমূলে। তৃণমূল দলে নবাগত এই সদস্যদের হাতে দলের পতাকা তুলে দিলেন দক্ষিণ ২৪ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসে কোঅর্ডিনেটর পরেশরাম দাস।

এভাবে ৪০০ জনেরও বিজেপি কর্মীর বিজেপি ছেড়ে তৃণমূলে চলে আসা প্রসঙ্গে কোঅর্ডিনেটর পরেশরাম দাস বলেছেন, “চারিদিকে যেভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হচ্ছে, সেই কারণেই মানুষ বিজেপির থেকে মুখ ফিরিয়েছে। জেলার আরও বহু বিজেপি কর্মী তৃণমূলে যোগদান করবেন। ইতিমধ্যেই বেশ কিছু মানুষ ইচ্ছে প্রকাশ করে আমাদের চিঠি দিয়েছেন।”

প্রসঙ্গত, গত শুক্রবারেই দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরে ১০০ জনেরও বেশি   বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিল। তারপর আজকে ক্যানিংয়ে ৪০০ এরও বেশি বিজেপি কর্মীর তৃণমূলে যোগদান করার বিষয়টিকে বিজেপির জন্যে একটা বড়োসড়ো ধাক্কা বলে মনে করছে রাজনীতি মহল।

এর ফলে দক্ষিণ ২৪ পরগনা অনেকটাই ভঙ্গুর হয়ে গিয়েছে বিজেপির সংগঠন। তবে, দক্ষিণ ২৪ পরগনা জেলা বিজেপি এই বিষয়টির প্রতি তেমন গুরুত্ব দিতে রাজি নন। দক্ষিণ ২৪ পরগনা জেলা বিজেপির পক্ষ থেকে এ বিষয়ে জানান হয়েছে যে, তৃণমূল কংগ্রেসে যোগদান করা কেউই বিজেপি কর্মী ছিলেন না।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!