এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > নিজের কেন্দ্র থেকেই লড়াই করবেন স্ত্রী, কি অভিমত শোভন চট্টোপাধ্যায়ের?

নিজের কেন্দ্র থেকেই লড়াই করবেন স্ত্রী, কি অভিমত শোভন চট্টোপাধ্যায়ের?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে, যেখানে দেখা যাচ্ছে বেহালা পূর্ব থেকে নির্বাচনে লড়াই করতে চলেছেন শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়। এই বেহালা পূর্ব কেন্দ্রের ১০ বছরের বিধায়ক হলেন শোভন চট্টোপাধ্যায়। বিজেপি এখনো প্রার্থী তালিকা প্রকাশ করেনি। তবে এই কেন্দ্র থেকে লড়াই করবার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। দলকে যা তিনি জানিয়েও দিয়েছেন। তাই, এবার বেহালা পূর্ব কেন্দ্রে পতি-পত্নীর লড়াইয়ের সম্ভাবনা আছে। এবার, এবিষয়েই বিশেষ বক্তব্য রাখলেন কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। স্ত্রীকে তিনি মানসিক ভারসাম্যহীন বলে কটাক্ষ করলেন।

প্রসঙ্গত শোভন চট্টোপাধ্যায় ও রত্না চট্টোপাধ্যায়ের দাম্পত্য কলহ এখন ঘরের সীমানা ছাড়িয়ে নেমে এসেছে পথে। কিছুদিন আগে নিজের এলাকাতেই রাজনৈতিক কর্মসূচি পালনে বাধা পেয়েছিলেন শোভন চট্টোপাধ্যায়। যে কারণে অনেকেই দায়ী করেছিলেন, তাঁর স্ত্রী রত্না চট্টোপাধ্যায়কে। আবার শোভন চট্টপাধ্যায়ের শ্বশুরবাড়ি এলাকা পাড়া মহেশতলায় রোডশো করতে গিয়েও বাধার সম্মুখীন হয়েছিলেন তিনি। সেসময় শোভন চট্টোপাধ্যায় কটাক্ষ করেছিলেন তাঁর শ্বশুর দুলাল দাসকে। এবার তাঁর কেন্দ্রেই লড়াই করতে চলেছেন তাঁর স্ত্রী রত্না চট্টোপাধ্যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে শোভন চট্টোপাধ্যায় দলকে জানিয়েছেন যে, তাঁর নিজের কেন্দ্র বেহালা পূর্ব থেকেই লড়াই করতে ইচ্ছুক তিনি। এই কেন্দ্রে এবার তৃণমূলের প্রার্থী করা হলো রত্না চট্টোপাধ্যায়কে। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানালেন যে, বেহালা পূর্ব কেন্দ্রের প্রার্থী হলেন রত্না চট্টোপাধ্যায়। মহিলাদের সুরক্ষার জন্য তাকে প্রার্থী করা হয়েছে। অনেকে মনে করছেন, রত্না চট্টোপাধ্যায়কে ছেড়ে চলে গেছেন শোভন চট্টোপাধ্যায়, আছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। এটাকে ব্যবহার করে রত্না চট্টোপাধ্যায়ের প্রতি সহানুভূতির ভোট আদায়ের চেষ্টা থাকতে পারে রাজ্যের শাসক দল তৃণমূলের ।

গতকাল তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পর শোভন চট্টোপাধ্যায় জানালেন যে, রত্না চট্টোপাধ্যায় কিভাবে নির্বাচনে লড়াই করবেন? তিনি হলেন মেন্টালি ডিসেবল পার্সন। তিনি জানালেন, রত্না চট্টোপাধ্যায় নিয়মিত মনোবিদ দেখান। বিদেশে গিয়েও চিকিৎসা করিয়েছেন তিনি। শোভন বাবু আরও জানান, বেহালা থেকে তৃণমূলের কোন প্রার্থীই বিধানসভায় যেতে পারবেন না। তাঁর এই বক্তব্যের জবাবে রত্না চট্টোপাধ্যায় জানালেন যে, এটা হলো রাজনৈতিক লড়াই। এর সঙ্গে ব্যক্তি জীবনের কোনো সম্পর্ক নেই। এই কেন্দ্রে শোভন চট্টোপাধ্যায় দাঁড়ান বা অন্য কেউ দাঁড়ান, তৃণমূল প্রার্থীই জয়লাভ করবেন। আর আগামী ২ রা মে নির্বাচনে জয়লাভ করে মুখ্যমন্ত্রীকে প্রণাম করতে যাবেন তিনি।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!