এখন পড়ছেন
হোম > জাতীয় > আমলা নিয়োগ নিয়ে কেন্দ্রের বিরোধিতায় সুর চড়ালেন মমতা ব্যানার্জী

আমলা নিয়োগ নিয়ে কেন্দ্রের বিরোধিতায় সুর চড়ালেন মমতা ব্যানার্জী


রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাম্প্রতিক সময়ে নেওয়া কেন্দ্রের সিদ্ধান্তে বেশ উদ্বিগ্ন হয়ে পড়লেন। মুখ্যমন্ত্রীর এই প্রতিক্রিয়ার কথা প্রকাশ্যে এলো সোস্যাল মিডিয়ায় লেখা তাঁর বক্তব্যের মাধ্যমে। জানা যাচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রীর এই উদ্বেগ মূলতঃ বেসরকারি ক্ষেত্র থেকে সচিব পর্যায়ে অফিসার নিয়োগের ব্যাপারে কেন্দ্রের সিদ্ধান্তের ক্ষেত্রে । মুখ্যমন্ত্রী লিখেছেন সংবাদ মাধ্যম সূত্রে তিনি জানতে পেরেছেন কেন্দ্রীয় মন্ত্রিসভার ১০টি গুরুত্বপূর্ণ মন্ত্রকে যুগ্ম সচিব স্তরে সরকারের বাইরে থেকে অফিসার নেওয়া হবে। কেন্দ্রীয় সরকাররে এই নিয়োগের ব্যাপারে তাঁর কোনো আপত্তি না থাকলেও নিয়োগ পদ্ধতি নিয়ে তাঁর আপত্তি রয়েছে। তবে তিনি মনে করেন, যাঁদের সরকারি কাজে অভিজ্ঞতা নেই, তাঁদের নেওয়া হলে তা সরকারি সিদ্ধান্তের সংবেদনশীলতাকে ব্যাহত করবে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

তাই তাঁর মতে এই প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগের আগে পর্যাপ্ত বিতর্ক এবং আলোচনা হওয়া উচিত। উল্লেখ্য চলতি মাসের ১৬ তারিখে দিল্লিতে নীতি আয়োগের বৈঠকের দিন স্থির হয়েছিলো। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঐ দিন পবিত্র ঈদ উৎসব এর সম্ভাব্য তারিখ হওয়ার জন্যে পরিবর্তনের আর্জি জানান। সেই মতো ১৭ ই জুন বৈঠকের দিন স্থির হয়েছে। রাজ্যের তরফ থেকে ঐ বৈঠকে মুখ্যমন্ত্রী অথবা অর্থমন্ত্রী অমিত মিত্র উপ্সথিতির সম্ভবনা রয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!