এখন পড়ছেন
হোম > জাতীয় > চীনের উদাহার টেনে মোদিকে আক্রমণ রাহুল গান্ধীর

চীনের উদাহার টেনে মোদিকে আক্রমণ রাহুল গান্ধীর


প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কে দুষলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। উল্লেখ্য প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণের আগে নরেন্দ্র মওদী বলেছিলেন ক্ষমতায় এলে তিনি দেশের বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা। মহারাষ্ট্রের গোরেগাঁওতে দলীয় এক জনসভায় উপস্থিত হতে কংগ্রেস সভাপতি এদিন বললেন, “মোদি বলেছিলেন প্রধানমন্ত্রী রোজগার যোজনায় প্রতিবছর ২ কোটি কর্মসংস্থান হবে। কিন্তু এই সরকারের আমলে গত ৮ বছরের কর্মসংস্থানের হার সবচেয়ে কম। চীনে একদিনে ৫০ হাজার কর্মসংস্থান হয়। সেখানে বিজেপি চাকরি দিয়েছে মাত্র ৪৫০ জনকে।”

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

একই সাথে রাহুল গান্ধী বললেন, “প্রধানমন্ত্রী বলেন নিজেদের মধ্যে লড়াই কর। কাজকর্ম করার প্রয়োজন নেই। আমি দেশের প্রধানমন্ত্রী। আমি যা বলব, দেশ সেভাবেই চলবে। কিন্তু দিনের শেষে চাকরি দিতে হবে। কৃষকদের সুরক্ষার কথা ভাবতে হবে।” এদিনের জনসভায় জনগনের উদ্দেশ্যে কংগ্রেস সভাপতি বললেন, “মু্ম্বইয়ের সঙ্গে বাকি শহরের পার্থক্য কোথায়?‌ সবাই বলবেন কর্মক্ষেত্রে প্রত্যেকের সম্মান রয়েছে।এই শহরকে তাঁরা ভালবাসেন। আমরা যখন ক্ষমতায় ছিলাম, সবাই নির্ভয়ে নিজেদের কথা বলতে পারত। কিন্তু এখন?‌ ” এই বক্তব্যের মাধ্যমে প্রশ্নের উত্তর খোঁজার ভার ভার জনগনের হাতে তুলে দিলেন তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!